বাংলা

চীনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের আকর্ষণ করছে

CMGPublished: 2024-08-26 15:30:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের কুয়াংতুং হালকা শিল্প কারিগরি বিশ্ববিদ্যালয় চলতি বছর প্রথমবারের মতো আধুনিক সূক্ষ্ম রাসায়নিক প্রযুক্তি, সিন্থেটিক বায়োটেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, মেকানিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ ৬টি অনার্স কোর্স চালু করেছে। এ বিশ্ববিদ্যালয়ের আর্থ-বাণিজ্যিক একাডেমির শিক্ষক হান পাও কুও বলেন, চলতি বছর আধুনিক লজিস্টিক ব্যবস্থাপনা বিভাগে প্রথমবারের মতো অনার্স শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য, হংকং-কুয়াংতুং-ম্যাকাও এলাকার লজিস্টিক শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট লজিস্টিক পরিকল্পনাকারী ও লজিস্টিক পরিসংখ্যান বিশ্লেষকের চাহিদা মেটানো।

কারিগরি বিশ্ববিদ্যালয় কেন জনপ্রিয় হয়ে উঠেছে? অতীতে, কারিগরি স্কুল থেকে পাওয়া সনদের মর্যাদা কম ছিল। সাম্প্রতিক কালে এসে, কারিগরি বিশ্ববিদ্যালয় ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকপত্রের সমান মর্যাদা দেওয়া হয়েছে।

কুয়াংতুং প্রদেশের ম্যাডাম কু মনে করেন, তাদের ছেলেমেয়েরা কারিগরি বিশ্ববিদ্যালয় বেছে নিচ্ছে যথার্থ কারণেই। এমন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সহজে চাকরি পাওয়া যায়। এখান থেকে অর্জিত ডিগ্রিও সাধারণ অনার্স ডিগ্রির মতো।

কর্মসংস্থানের সুযোগ কারিগরি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তার আরেকটি কারণ। শিক্ষার্থী মাও লিয়াং ইয়ু হাইনান বিজ্ঞান ও প্রযুক্তি কারিগরি বিশ্ববিদ্যালয়ের বিগ ডেটা ও প্রয়োগ বিভাগে পড়াশোনা করছেন। তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি, এখানকার শিক্ষার্থীরা সহজে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পেতে পারে। ইতোমধ্যে ক্লাসের ৫৭ জন সহপাঠীর মধ্যে প্রায় ৯০ শতাংশের কর্মসংস্থান হয়েছে। এ চাকরি মোটামুটি ভালো।

অনেক শিক্ষার্থী ভালো চাকরির কারণে চেচিয়াং ইলেক্ট্রোমেকানিক্যাল কারিগরি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের রেল পরিবহন সরঞ্জাম ও নিয়ন্ত্রণ প্রযুক্তি বিভাগের স্নাতক শিক্ষার্থীদের ৯৮ শতাংশেরও বেশি পাস করার সাথে সাথে চাকরি পায়। চীনের রেলগাড়ি ও সাবওয়ে গ্রুপ, ইলেক্ট্রোমেকানিক্যাল একাডেমিসহ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা মেটাতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn