বাংলা

চীনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের আকর্ষণ করছে

CMGPublished: 2024-08-26 15:30:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে আসছে। কাওখাও পরীক্ষার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের নিবন্ধনকাজ তথা ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চলতি বছর কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যারা কাওখাও পরীক্ষায় ভালো স্কোর করেছেন, তাঁদের অনেক সাধারণ বিশ্ববিদ্যালয় বেছে না-নিয়ে, কারিগরি বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়েছেন। আজকের অনুষ্ঠানে আমরা কারিগরি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তার কারণ এবং চীনের বিভিন্ন প্রদেশের ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা সম্পর্কে ধারণা নিয়ে কিছু আলোচনা করবো।

বর্তমানে চীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫১টিতে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, কারিগরি কলেজ বা বিশ্ববিদ্যালয় কেন জনপ্রিয় হয়ে উঠছে? এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ কেমন? চলুন, শিক্ষার্থীদের কাছ থেকে জানা যাক।

চীনের চেচিয়াং প্রদেশের ফুইয়াং শহরের শিক্ষার্থী ছেন ইয়ু সিউয়ান কাওখাও পরীক্ষায় ৬০২ স্কোর করেছেন। চেচিয়াং মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কারিগরি বিশ্ববিদ্যালয়ের শহর রেল ট্রানজিট সরঞ্জাম এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি বিভাগে ভর্তি হয়েছেন তিনি। চলতি বছরের জুলাই মাসে এ কারিগরি কলেজ আনুষ্ঠানিকভাবে কারিগরি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ছেনের মতো অনেক শিক্ষার্থী সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না-হয়ে কারিগরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। এ কারণে, বিভিন্ন কারিগরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য ভর্তিপরীক্ষার স্কোরও দিন দিন বাড়ছে।

জানা গেছে, ২০২৩ সালে চীনে কারিগরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯০ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৮২ শতাংশ বেশি। আর, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ১.৬ শতাংশ।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn