চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনাস কোর্সে ২৪টি নতুন মেজর
চীনের শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগারের গবেষক ছু চাও হুই মনে করেন, গত কয়েক বছরে চীনের বিভিন্ন এলাকার বিশ্ববিদ্যালয়গুলোর মেজর সমন্বয় থেকে বোঝা যায়, দেশের শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থানের চাহিদা বিবেচনার পর নির্ধারিত নতুন বিভাগগুলো আরও ভালো করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে পারবে।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, এবার চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট ১৬৭৩টি নতুন পড়াশোনার বিষয় যুক্ত করা হয়েছে এবং ১৬৭০টি মেজর বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রকৌশল, শিক্ষাদান, অর্থনীতিসংশ্লিষ্ট নতুন মেজরের সংখ্যা সবচেয়ে বেশি। আঞ্চলিক কাঠামোর দিক থেকে, চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন মেজর মোট ১৮০৩টি।