বাংলা

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনাস কোর্সে ২৪টি নতুন মেজর

CMGPublished: 2024-04-22 14:38:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তি জানান, কাঁচামাল বুদ্ধিমান প্রযুক্তি বিভাগ এআই প্রযুক্তি, কাঁচামাল বিজ্ঞান ও প্রকৌশল এবং উন্নত প্রক্রিয়াকরণসহ তিনটি বিভাগের সংমিশ্রিত নতুন একটি বিভাগ। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিমান বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমি নির্মিত হয়েছে, যাতে ক্লাউড হিসাব, বিগ ডেটা, এআই প্রযুক্তি, ডিজিটাল তথ্যসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে এবং ভিন্ন গবেষণা ও মেজরের গভীর সংমিশ্রণে নতুন বিভাগে দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তারা স্নাতক হওয়ার পর উন্নত কাঁচামাল ডিজাইন, আধুনিক পরীক্ষামূলক প্রযুক্তি, বিগ ডেটা এবং এআই প্রযুক্তি অর্জনকারী দক্ষ ব্যক্তিতে পরিণত হবে।

বুদ্ধিমান ভিশন প্রকৌশল বিভাগ হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন মেজর। এতে মহাকাশ, তথ্যপ্রযুক্তি, এআই আর অপটিক্সসহ বিভিন্ন মেজরের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। চীনের প্রতিরক্ষা খাতের দক্ষ ব্যক্তিদের জন্য এ বিভাগ চালু করা হয়।

নতুন ২৪টি মেজর বা বিভাগ ছাড়া, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা এআই প্রযুক্তির প্রয়োগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন, বেইজিং পোশাক একাডেমিতে বুদ্ধিমান প্রকৌশল আর উদ্ভাবনী ডিজাইনের নতুন বিষয় চালু হয়েছে, যাতে বুদ্ধিমান প্রক্রিয়াকরণ, বুদ্ধিমান ফ্যাশন আর বুদ্ধিমান জীবনযাপন বিষয়ে দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হবে। এ সম্পর্কে একাডেমির শিক্ষক চাও হং শান বলেন, এআই প্রযুক্তি, বুদ্ধিমান প্রক্রিয়াকরণসহ উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে, চীনের টেক্সটাইল ও পোশাক শিল্প চেইনে পরিষেবা দেওয়া যাবে। ভবিষ্যতে সংশ্লিষ্ট মেজরে ওয়ার্কশপ, প্রকৌশল ও ডিজাইনের সংমিশ্রণ প্রশিক্ষণ, উদ্ভাবনী ডিজাইনের অনুশীলনসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হবে, যাতে পোশাক শিল্প আর ফ্যাশন উদ্ভাবনী শিল্পে দক্ষ ব্যক্তিদের চাহিদা মেটানো যায়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn