বাংলা

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনাস কোর্সে ২৪টি নতুন মেজর

CMGPublished: 2024-04-22 14:38:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যিক সভ্যতার উদ্ভাবনী উন্নয়নের লক্ষ্যে, চীনা ঐতিহ্য বিদ্যা চালু করা হবে; স্বাস্থ্যকর চীনের লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যবিজ্ঞান প্রযুক্তি, ক্রীড়া, পুষ্টি এবং স্বাস্থ্য বিভাগ বা মেজর চালু করা হবে।

জানা গেছে, বর্তমানে চীনের ৩০টি বিশ্ববিদ্যালয়ে নতুন করে ফুটবল মেজর চালু করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে দক্ষ ও মেধাবি ফুটবল খেলোয়াড় বা কোচের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

নতুন মেজর ‘চীনা ঐতিহ্য বিদ্যা’ চীনা নেটিজনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এমন মেজরের ক্লাসে প্রাচীনকালের শ্রেষ্ঠ ও ঐতিহ্যিক গ্রন্থ পড়ানো হয়। যারা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী, তারা ঐতিহ্যিক সুরে প্রাচীন বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তা ছাড়া, বাঁশ থেকে সৃষ্ট গ্রন্থ থেকে মান ও চাং জাতির বিশেষ অক্ষরের ক্যালিগ্রাফিও তাঁরা শিখতে পারেন। চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের চীনা সভ্যতা একাডেমির উপপ্রধান অধ্যাপক উ ইয়াং বলেন, চীনের ঐতিহ্যবিদ্যা বিভাগ কেবল প্রাচীন চীনা সভ্যতা সম্পর্কে ভালো জানাশোনা দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেয় না, বরং চীনা সভ্যতার সংশ্লিষ্ট অনুশীলন বিষয়ক ক্লাসও এতে যুক্ত করা হবে। এ চেতনা ও বাস্তব চর্চার দিক থেকে চীনা সভ্যতার উত্তরাধিকারীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

চীনা ঐতিহ্যবিদ্যার ক্লাসে ‘ঝুই’, ‘শিজি’সহ বিভিন্ন ধরনের শ্রেষ্ঠ শাস্ত্র গবেষণার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ‘প্রাচীনকালের চীনা জাদুবিদ্যা’ শেখার মাধ্যমে প্রাচীনকালের চীনাদের জ্যোতির্বিদ্যা, ক্যালেন্ডার, তারকারাজি দেখার বিভিন্ন জ্ঞান অর্জনের পদ্ধতি বোঝা সম্ভব। এটি প্রাচীন চীনা সভ্যতাকে জানার একটি ভালো চ্যানেল।

তা ছাড়া, আরও কয়েকটি নতুন মেজর আঞ্চলিক অর্থনীতি ও স্থানীয় বৈশিষ্ট্যময় শিল্পের সাথে জড়িত। যেমন, ইয়ুননান কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কফি বিভাগ চালু করেছে। এ বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ একাডেমির প্রধান ইয়াং স্যুয়ে হু বলেন, কফি বিজ্ঞান ও প্রকৌশল চীনের বিশেষ একটি মেজর। এ বিষয়ে পড়াশোনা স্থান ইয়ুননান প্রদেশের পুয়ার শহরে অবস্থিত। এ বিষয়ের সাথে জড়িত ‘কফি স্বাদ রসায়ন’ ‘কফি প্রক্রিয়াকরণ’ ‘কফির বেকিং ও স্বাদ পর্যালোচনা’ ইত্যাদি বিভিন্ন ক্লাস রয়েছে। ভবিষ্যতে ইয়ুননান কৃষি বিশ্ববিদ্যালয়ে কফির মান, নতুন প্রজাতির কফি পণ্যের গবেষণা, কফির উপ-পণ্যের উদ্ভাবনী প্রয়োগ, কফি উত্পাদন সরঞ্জামসহ বিভিন্ন বিষয় নিয়ে আরও বিস্তারিত গবেষণাকাজ চালু হতে পারে, যার মাধ্যমে চীনের বৈশিষ্ট্যময় কফি সংস্কৃতিও গড়ে তোলা সম্ভব।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn