“সিলন পর্বতের বৌদ্ধ মন্দিরে ভিক্ষাদানের প্রস্তরচিত্র”--জেং হ্য প্রস্তরচিত্র
“আমি ইতিমধ্যে আমার কাউন্সেলর এবং সহপাঠীদের সাথে দেখা করেছি। অনেক চায়নিজ সহপাঠী আছে, এবং আমি দারুণ অনুভব করি। সবাই উন্মুক্ত মনের, সদয় এবং বন্ধুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমরা ভবিষ্যতে একটি ভালো জোট হয়ে উঠব।”
হাঙ্গেরি ইউরোপে চীনের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক উন্নত হয়েছে। ২০১৫ সালে, হাঙ্গেরি এবং চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগদানকারী প্রথম ইউরোপীয় দেশ হাঙ্গেরি। তারপর থেকে, দুই দেশ অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও বাণিজ্য, এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো অনেক ক্ষেত্রে গভীর সহযোগিতা চালিয়েছে।
কামিলা বলেন, তিনি ভবিষ্যতে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে ভূমিকা রাখতে চান। তিনি বলেন,
“আমি আশা করি, হাঙ্গেরি-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে। আমি, বিশেষ করে সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে, দুই দেশের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা আরও অগ্রগতি প্রত্যাশা করি।"