চীনের বিশ্ববিদ্যালয়ে ই-স্পোর্টস
বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ ক্লাবের মাধ্যমে পেশাদার ই-স্পোর্টস ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হারে ইস্পোর্টস বিভাগ চালু করাও অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন শাংহাই চিয়াওথং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যু চিয়ান। তাঁর দৃষ্টিতে ইস্পোর্টস একটি নতুন ক্রীড়া, যেখানে দক্ষ ব্যক্তিদের দরকার। বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মাধ্যমে আরও বেশি উপযোগী ও গুণগত মানসম্পন্ন ইস্পোর্টস ব্যক্তিত্ব গড়ে তোলা সম্ভব। তিনি উদাহরণ দিয়ে বলেন, পেশাদার ইস্পোর্টস খেলার ভাষ্যকার এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাকরি। যারা ইস্পোর্টস ও মিডিয়া সম্প্রচারের বিষয় জানেন, তারা এমন কাজ করতে পারেন। তাই ইস্পোর্টস মেজর শুধু একটি আলাদা বিষয় নয়, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া, সংবাদ সম্প্রচার ও কম্পিউটারসহ বিভিন্ন মেজরের দক্ষ শিক্ষকদের যৌথ প্রয়াসে বহুমুখী দক্ষ ব্যক্তি গড়ে তোলা সম্ভব।
দক্ষ শিক্ষক তৈরি করতে শানতুং ক্রীড়া একাডেমি ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। ২০২৩ সালে এ একাডেমির একজন ইস্পোর্টস স্নাতক শিক্ষার্থী একটি সুবিখ্যাত ইস্পোর্টস কোম্পানিতে যোগ দেন। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগে ইস্পোর্টস ঘাঁটি নির্মিত হয়েছে, যার মাধ্যমে তিনি আরও বেশি ইন্টারশিপের সুযোগ পেয়েছেন এবং তাঁর দক্ষতাও বেড়েছে।
সংশ্লিষ্ট জরিপ থেকে জানা গেছে, বর্তমানে ইস্পোর্টস খেলার সাথে জড়িত কর্মসংস্থানের ধরন শতাধিক রকমের, তাই ব্যাপক কর্মসংস্থানের সুযোগ আছে এখানে। ভবিষ্যতে আরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের সহযোগিতায় দেশে দক্ষ ইস্পোর্টস ক্রীড়াবিদ তৈরি হবে বলে আশা করা যায়।