বাংলা

চীনের বিশ্ববিদ্যালয়ে ই-স্পোর্টস

CMGPublished: 2023-10-16 15:30:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি হাংচৌ এশিয়ান গেমস চীনের হাংচৌ শহরে আয়োজিত হয়। গেমসের একটি জনপ্রিয় ইভেন্ট ছিল ই-স্পোর্টস। ই-স্পোর্টস ভিডিও গেমসের একটি রূপ। এর সম্পূর্ণ নাম ইলেকট্রনিক স্পোর্টস। গত ২ অক্টোবর চীনের খেলোয়াড়রা হাংচৌ ইস্পোর্টস কেন্দ্রে মঙ্গোলিয়ান দলকে পরাজিত করে এ ইভেন্টে স্বর্ণপদক জয় করে। হাংচৌ এশিয়ান গেমস চলাকালে চীনা দল এ ক্রীড়ায় মোট ৪টি স্বর্ণপদক আর ১টি ব্রোঞ্জপদক লাভ করে।

বস্তুত সাম্প্রতিক বছরগুলোতে ই-স্পোর্টস প্রতিযোগিতার স্কেল অনেক বেড়েছে। চলতি বছরের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ইলেকট্রনিক স্পোর্টস কমিশন গঠনের ঘোষণা দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আর এর মাধ্যমে আন্তর্জাতিক সমাজে ই-স্পোর্টস প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়।

ই-স্পোর্টস শিল্পের দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ক্রীড়াবিদদের প্রশিক্ষণের বিষয়টিও চীনা সমাজে বেশি গুরুত্ব পাচ্ছে। ২০১৬ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয় কারিগরি স্কুলের ১৩টি নতুন বিষয় যুক্ত করে, যার মধ্যে ই-স্পোর্টস ও প্রশাসন মেজর অন্তর্ভুক্ত রয়েছে। তখন থেকে ই-স্পোর্টস শিক্ষাদান আনুষ্ঠানিকভাবে ক্লাসের একটি অংশ পরিণত হয়েছে। তবে, শিক্ষক, প্রশিক্ষণ কোর্স, আর সমাজের স্বীকৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ই-স্পোর্টস ব্যাপক চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে। দক্ষ ই-স্পোর্টস ক্রীড়াবিদ গড়ার সঠিক পথ কী, এ নিয়ে আলোচনা চলছে।

২০২২ সালে চীনের ই-স্পোর্টসসংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা গেছে, এ খাতে চীনের বার্ষিক আয় ১৪৪৫০ কোটি ইউয়ান। উক্ত সালে দেশের ভিতরে মোট ১০৮টি ই-স্পোর্টস প্রতিযোগিতার আয়োজন করা হয়। যদিও এ শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে, তবে সংশ্লিষ্ট দক্ষ ব্যক্তির চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে। চীনা সরকারের সংশ্লিষ্ট তদন্তে ই-স্পোর্টস খাতে কর্মসংস্থানের সুযোগ বেশি এবং এ খাতে দক্ষ ব্যক্তির অভাব প্রায় ১৫ লাখ।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn