বাংলা

অটিজমে আক্রান্ত শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রসঙ্গে

CMGPublished: 2023-04-10 14:34:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডাক্তার লি’র দৃষ্টিতে, অটিজমে আক্রান্ত বাচ্চাদের বাবা-মাকে নিজেদের যত্নও নিতে হবে। তাদের সাথে বাচ্চাদের চিকিত্সা ও প্রশিক্ষণ নিয়ে কথাবার্তার সময় বাবা-মায়ের মানসিক অবস্থাও বিবেচনা করতে হবে। যদি কথা বেশ কঠোর হয়, তাহলে বাবা-মা সহজে তা গ্রহণ করতে পারবেন না, মনে আঘাত পাবেন। মানসিকভাবে তাদের শক্তিশালী রাখা অটিজমে আক্রান্ত শিশুদের চিকিত্সার একটা গুরুত্বপূর্ণ অংশ।

ডাক্তার লি’র স্মার্টফোনের কন্টাক্ট লিস্টে কয়েক শ অটিজমে আক্রান্ত শিশুর বাবা-মা রয়েছেন। তাদের মধ্যে অনেকে নিজের বাচ্চার অটিজমে আক্রান্ত হবার বাস্তবতা মেনে নিতে চান না। কোনো কোনো পরিবারের দাদা-দাদী তাদের নাতি বা নাতনীর অটিজমে আক্রান্তের প্রকৃত অবস্থা সম্পর্কে জানেন না। এ সম্পর্কে ডাক্তার লি বলেন, বস্তুত অটিজমে আক্রান্ত বাচ্চাদের বাবা-মাকে এ রোগের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। কারণ, অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্য সবচেয়ে বড় অবলম্বন তাদের পিতামাতা।

তিনি উদাহরণ টেনে বলেন, “আমার পরিচিত একটি ছেলের নাম পেইপেই। তখন তার বয়স ২ বছর। অটিজম সনাক্ত হওয়ার পর তার বাবা-মা তা বিশ্বাস করতে চান না। তারা ছেলেকে নিয়ে টানা ৩ বছর ধরে চীনের বিভিন্ন হাসপাতালে গেছেন, চিকিত্সা করিয়েছেন। কিন্তু ৩ বছরেও ছেলের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তখন তারা আবার আমার কাছে ফিরে আসেন। তখন পেইপেই-এর বয়স ৫ বছর। তার চিকিত্সার জন্য মূল্যবান ৩টি বছর নষ্ট হয়েছে, যা দুঃখজনক।”

গত কয়েক বছর ধরে চীনে অটিজমে আক্রান্ত বাচ্চাদের চিকিত্সার ওপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। চীনের বিভিন্ন প্রদেশ ও এলাকার আবাসিক কমিউনিটির হাসপাতালে ৬ বছর বয়সের নিচের বাচ্চাদের অটিজমের পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে।

স্ক্রিনিং ফর্মে বাচ্চাদের মানসিক আচরণগত সমস্যা নিয়ে কিছু সর্তকতামূলক বাক্য লিপিবদ্ধ করা হয়েছে। যেমন, ৩ মাসের বাচ্চা উচ্চ শব্দে প্রতিক্রিয়া দেখায় কি না, ৬ মাসের বাচ্চা হাত দিয়ে জিনিস ধরতে পারে কি না, ৪ বছর বয়সের বাচ্চা কথা বলতে পাবে কি না, ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর যদি হয় না-বোধক, তাহলে বুঝতে হবে শিশু অটিজমে আক্রান্ত।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn