বাংলা

অটিজমে আক্রান্ত শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রসঙ্গে

CMGPublished: 2023-04-10 14:34:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অটিজম একটি রোগবিশেষ, যা মানুষের মস্তিষ্কের বিকাশের সাথে জড়িত। পরিসংখ্যান অনুসারে, বিশ্বের প্রতি ১০০টি শিশুর মধ্যে একজনের অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণভাবে, শৈশবেই শিশুর মধ্যে অটিজমের বৈশিষ্ট্য সনাক্ত করা যায়। কিন্তু, অনেকসময় অনেক পরেও অটিজমের উপসর্গ শিশুর মধ্যে দেখা দিতে পারে। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের কর্মক্ষমতা ও চাহিদা সময়ের সাথে পরিবর্তিত হয়। আজকের অনুষ্ঠানে আমরা অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা ও যত্ন সম্পর্কে আলোচনা করবো।

৩৫ বছর বয়সের ম্যাডাম লিউ ওয়েনের হাতে একটি আপেল ধরা। তিনি ছেলে ইয়াং ইয়াংকে বারবার ‘আপেল’ শব্দটি উচ্চারণ করতে বলছেন। কিন্তু, ইয়াং ইয়াং তাঁর কথায় কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ইয়াং ইয়াং অটিজমে আক্রান্ত।

ছোটবেলা থেকে ইয়াং ইয়াংয়ের সাথে অন্যান্য শিশুর পাথর্ক্য চোখে পরে। সে কোনো কথা বলে না, বাবা-মাকে ডাকে না, কেউ তাকে নাম ধরে ডাকলে সাড়া দেয় না। শৈশব থেকেই অটিজমের রোগী হিসেবে চিহ্নিত ইয়াং ইয়াং।

গত দোসরা এপ্রিল ছিল বিশ্ব অটিজম দিবস। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, বর্তমানে চীনে অটিজমে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটিরও বেশি এবং তাদের মধ্যে ২০ লাখ শিশু। প্রতিটি অটিজমে আক্রান্ত বাচ্চার পিছনে আছে একটি পরিবার। পরিবারের সদস্যরা, বিশেষ করে পিতামাতা অটিজমে আক্রান্ত শিশুর পেছনে অনেক সময় ব্যয় করেন, তাদের ভবিষ্যতের জীবনকে যথাসম্ভব সুখের করার আপ্রাণ চেষ্টা চালান।

ইয়াং ইয়াংয়ের জন্ম তাঁর পরিবারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছিল। সবাই অনেক খুশি হয়েছিলেন। ধীরে ধীরে ইয়াং ইয়াং বড় হতে থাকে। কিন্তু তার অবস্থা ও চলাফেলা অন্যান্য বাচ্চার সাথে মেলে না। পিতামাতা তাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার দেখেশুনে, চেকআপ করার পর জানান, ইয়াং ইয়াং অটিজমে আক্রান্ত। মা লিউ ওয়েন এ কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn