বাংলা

বিজ্ঞান ও প্রযুক্তির ক্লাসের প্রতি গ্রামাঞ্চলের বাচ্চাদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে

CMGPublished: 2023-03-20 15:30:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ও চীনা ভাষার স্কুল

ব্রাজিলের নাইটেরই শহরে একটি পর্তুগিজ ও চীনা ভাষার দ্বিভাষিক স্কুল রয়েছে। ২০১৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়। রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের সরকার ও চীনের হ্যপেই নর্মোল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ স্কুলটি নির্মিত হয়। ব্রাজিলে এটিই প্রথম সরকারি উচ্চ-মাধ্যমিক পর্যায়ের স্কুল, যেখানে পর্তুগিজ, চীনা ও ইংরেজি ভাষায় পাঠদান করা হয়।

গত ৮ বছরে স্কুলের অনেক ছাত্রছাত্রী এইচএসকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ‘চীনা ব্রিজ’ প্রতিযোগিতায় ভালো করে বৃত্তি নিয়ে চীনে পড়াশোনা করতেও এসেছে। টানা কয়েক বছর ধরে এই স্কুলের কয়েক ডজন করে শিক্ষার্থী রিও স্টেট বিশ্ববিদ্যালয়সহ ব্রাজিলের সুবিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পাচ্ছে। ফলে, স্কুলটি ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনায় রিও অঙ্গরাজ্যের শীর্ষ স্কুলের মর্যাদা পায়।

সম্প্রতি রিও ডি জেনেইরোতে চীনা কনস্যুলেট স্কুলটিকে অনেক চীনা বই উপহার হিসেবে দিয়েছে। এসব বইয়ের মধ্যে আছে চীনের ক্যালিগ্রাফি, ঐতিহ্যিক চিকিত্সা, চীনা দর্শন, চীনা সুস্বাদু খাবারসহ বিভিন্ন বিষয়ের ওপর লেখা বই। চীনা ভাষা শেখার পাশাপাশি, বিদেশী শিক্ষার্থীরা এসব বই পড়ে চীনা সংস্কৃতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে বলে আশা করা যায়।

চীনা কনস্যুলার থিয়ান মিন বই বিতরণী অনুষ্ঠানে বলেন, ব্রাজিলের ছাত্রছাত্রীরা ভালো করে চীনা ভাষা শিখলে এবং চীনা সংস্কৃতি সম্পর্কে জানলে, দু’দেশের সাংস্কৃতিক বিনিময় ও মৈত্রী আরও জোরদার হবে। দু’দেশের মধ্যে সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন খাতের সহযোগিতায় নতুন প্রাণশক্তি যোগাবে তাঁরা।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn