বাংলা

‘চীনের প্রভাব (ইমপ্রেশন অফ চায়না)- ইরানি যুব চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ প্রদর্শনী তেহরানে অনুষ্ঠিত হয়েছে

CMGPublished: 2023-01-17 19:20:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঝাং জুন বলেন, ‘আমি আশা করি বিভিন্ন দেশের মানুষের মধ্যে আদান-প্রদান এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচারের মাধ্যমে আমরা অবশ্যই সব দেশের সংহতি ও সহযোগিতা আরও গভীর করতে পাবর। সব দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সব দেশের মানুষের হৃদয়কে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে এবং পৃথিবীকে সুন্দর করে তুলব এবং আগামীকালকে রোদে ভরপুর করব।’

ক্রেশতারবক্তৃতায়বলেন:‘এইঅনুষ্ঠানটিবিভিন্নসাংস্কৃতিকগোষ্ঠীরমধ্যেসেতুনির্মাণেরতাত্পর্যকেপ্রতিফলিতকরে।বর্তমানবহুপাক্ষিকব্যবস্থারজন্যএইসংলাপএবংসহযোগিতারচেতনাঠিকযাপ্রয়োজন।আসুনআমরাচীনেরথাংরাজবংশেরকবিঝাংজিউলিংয়েরকবিতাটিমনেরাখি,‘相知无远近,万里尚为邻’--একেঅপরেরসঙ্গেপরিচিতিদূরত্বেরসঙ্গেজড়িতনয়।এমনকিতারাহাজারহাজারমাইলদূরেথাকলেওতাদেরসুরেলাপ্রতিবেশীবলাযেতেপারে।আমাদেরউচিতপারস্পরিকবোঝাপড়ারনীতিকেসমুন্নতরাখাএবংসবদেশেরমানুষকেকাছাকাছিনিয়েআসারজন্যসঠিকপথেবাস্তবপদক্ষেপনেওয়া।’

ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার প্রেসিডেন্ট এবং সিইও ম্যাথিয়াস টারনোপোলিস্কি বলেন, ‘পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, আমরা দূরত্ব উপেক্ষা করতে পারি এবং হাজার হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও আমরা এখনও প্রতিবেশী।’

‘থাং কবিতার প্রতিধ্বনি’ বসন্ত উৎসব কনসার্টটি ২০২৩ সালে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের ‘শুভ বসন্ত উত্সব’ কার্যক্রমের অন্যতম প্রধান প্রকল্প। চীন সুচৌ সংস্কৃতি ও শিল্প কেন্দ্র, ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার উদ্যোগে, চায়না ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন, জাতিসংঘে চীনা স্থায়ী মিশন এবং নিউইয়র্কে চীনা কনস্যুলেট জেনারেলের সহায়তায় যৌথভাবে আয়োজন করেছে।

কোরিয়ার চাচা সেওংমু হিও ও চীনের মধ্যে ত্রিশ বছরের গল্প

首页上一页1234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn