বাংলা

‘চীনের প্রভাব (ইমপ্রেশন অফ চায়না)- ইরানি যুব চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ প্রদর্শনী তেহরানে অনুষ্ঠিত হয়েছে

CMGPublished: 2023-01-17 19:20:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের চীনা বিভাগের প্রধান ফরহাদ জওয়ানবখত হায়রাবাদী বলেন, চিত্রকর্ম থেকে ইরানি ও চীনা সংস্কৃতির পারস্পরিক প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। এই চিত্রকর্ম প্রমাণ করে যে, ‘দুই দেশের সংস্কৃতিসহ বিভিন্ন খাতে একসাথে কাজ করার দৃঢ় বিশ্বাস রয়েছে’।

নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘থাং কবিতার প্রতিধ্বনি’ বসন্ত উৎসব কনসার্ট

৭ই জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিংকন সেন্টারে ‘থাং কবিতার প্রতিধ্বনি’ বসন্ত উৎসব কনসার্ট অনুষ্ঠিত হয়। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝাং জুন, ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ক্রেশ, নিউইয়র্কে চীনা কনসাল জেনারেল হুয়াং পিং, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, জাতিসংঘের ৪০টি দেশের স্থায়ী দূত এবং নিউ ইয়র্কের সর্বস্তরের মানুষসহ প্রায় ৭শ জন এই পরিবেশনা দেখেছেন।

সেইসন্ধ্যায়চীন,যুক্তরাষ্ট্র,কানাডাওঅন্যান্যদেশেরতরুণগায়করাফিলাডেলফিয়াঅর্কেস্ট্রাএবংকন্ডাক্টরলিয়াওগুওমিনেরসঙ্গেসহযোগিতাকরেছেযৌথভাবে‘静夜思থটসইনএকোয়েটনাইট’এবং‘将进酒ড্রিংকিংইউএটোস্ট’এরমতোবিখ্যাতথাংরাজবংশেরকবিতারউপরভিত্তিকরেরচনাকরারসঙ্গীতকর্মপার্ফমকরেছেন।’

অনুষ্ঠানের আগে সংবর্ধনা অনুষ্ঠানে ঝাং জুন বলেন যে চীনের থাং রাজবংশের কবিতায় মানুষের ভাগ্য এবং জীবনের মূল্য সম্পর্কে চীনা জনগণের চিন্তাভাবনা রয়েছে। এগুলির মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তি সময় ও স্থান অতিক্রম করতে পারে, দেশকে অতিক্রম করতে পারে এবং আধ্যাত্মিক অনুরণন জাগাতে পারে। ‘থাং কবিতার প্রতিধ্বনি’ কনসার্টটি থাং কবিতার মাস্টারপিসকে একটি নতুন উপায়ে ব্যাখ্যা করে, যা ধ্রুপদী এবং আধুনিক শিল্পের সংঘর্ষ এবং প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে মিথস্ক্রিয়া।

首页上一页123456...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn