বাংলা

উচিয়ামা বই দোকান ও জাপানে চীনা অ্যানিমেশনের জনপ্রিয়তা

CMGPublished: 2022-11-21 14:40:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ক্রীড়াসংস্কৃতি

ক্রীড়া খাতে শক্তিশালী দেশের স্বপ্ন চীনা স্বপ্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটি জাতীয় উন্নয়ন ও জাতীয় পুনর্জাগরণের উচ্চতায় দাঁড়িয়ে, একটি শক্তিশালী ক্রীড়াদেশ হিসেবে চীনকে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা পেশ করে। গত দশ বছরে দেশের ক্রীড়া খাতে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। এই দশ বছরে চীন একটি শক্তিশালী ক্রীড়াদেশ হবার পথে ক্রমশ সামনের দিকে অগ্রসর হয়েছে। জাতীয় ফিটনেস, প্রতিযোগিতামূলক খেলাধুলা, ও ক্রীড়া শিল্পের সমন্বিত উন্নয়নও সাধিত হয়েছে এ সময়।

চিয়াংসু প্রদেশের নানচিংয়ের চিয়া নদীর তীরে, ভোরের দিকে ক্রীড়াপ্রেমীদের দৌড়াতে দেখা যায়। লুও ওয়েইওয়েই তাদের একজন। তাঁর বয়স ষাট বছর। তিনি কয়েক বছর অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস ও আলসারেটিভ কোলাইটিসে ভুগেছেন।

একসময় এক কিলোমিটার হাঁটা তার জন্য কঠিন ব্যাপার ছিল। অথচ এখন তিনি প্রতিবছর এক ডজনেরও বেশি হাফ-ম্যারাথনে দৌড়ান। লুও ওয়েইওয়েই তার চারপাশের লোকজনের উৎসাহে পাঁচ বছর ধরে ব্যায়াম করছেন।

চলতি বছরের জুলাই মাসে যখন তিনি হাসপাতালে যান, তখন ডাক্তার পরীক্ষা করে দেখলেন তিনি প্রায় সুস্থ।

খেলাধুলা ও শরীরচর্চার কারণে নতুন জীবন পাওয়া লুও ওয়েইওয়েইয়ের গল্প নতুন যুগে চীনের জাতীয় ফিটনেস চেতনা বাস্তবায়নের প্রতীক। গত দশ বছরে চীনের মানুষের গড় আয়ু ৭৪.৮ বছর থেকে বেড়ে ৭৮.২ বছর হয়েছে।

ক্রীড়ায় শক্তিশালী দেশ গড়ে তুলতে চাই জনগণকেন্দ্রিক চেতনার বাস্তবায়ন। জনগণকে ক্রীড়ামুখী করতে হবে; তাদের শরীরচর্চার চাহিদা পূরণ করতে হবে। পাশাপাশি, জনগণের সর্বাত্মক উন্নয়নের সঙ্গে ক্রীড়াকে যুক্ত করা, সবার জন্য ফিটনেস জাতীয় কৌশল গ্রহণ করা, এবং ক্রমাগত মানবস্বাস্থ্যের উন্নতি করাও জরুরি। ২০৩৫ সালের মধ্যে দেশকে সুস্থ ও ক্রীড়া ক্ষেত্রে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn