বাংলা

চীন-ইতালি সাংস্কৃতিক বিনিময় ফলপ্রসূ হয়েছে: চীনে নিযুক্ত ইতালির দূতাবাস

CMGPublished: 2022-09-27 15:42:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবার কনসার্টের আর্ট ও সংগীত পরিচালক এবং জার্মান রেডিও ফিলহারমোনিকের আজীবন প্রধান trumpet শিল্পী এবং বার্লিন একাডেমি অফ পারফর্মিং আর্টসের trumpetঅধ্যাপক হান সিয়াও মিং বলেন, চীন-জার্মানি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর প্রতিবাদ্য হিসেবে, কনসার্টে চীনা ও জার্মান শিল্পীরা নিজ দেশের ক্লাসিক সংগীতকর্ম পার্ফম করেছেন। তিনি বলেছেন,

“ঐতিহ্যবাহী চীনা সংগীত এবং জার্মান ক্লাসিক সংগীত এই ধরনের পূর্ব ও পশ্চিমের সাংস্কৃতিক বিনিময়ের জন্য খুবই ভাল। যা দু’দেশের শিল্পীদের উচ্চ মান প্রতিফলিত করে। আমি আশা করি, ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সিমফনি অর্কেস্ট্রা বা চেম্বার সংগীতের সহযোগিতা তাত্পর্যপূর্ণ। বাণিজ্য ও শৈল্পিক দিক থেকে চীন ও জার্মানির অনেক সহযোগিতা রয়েছে, মিউজিক খাতেও। সংগীত জগতে কোন সীমা নেই, দু’পক্ষের মতভেদ থাকলেও সংগীতের মাধ্যমে বিনিময় করা যায়।”

টেরেসা স্টুয়ার্ড পড়াশোনা এবং কাজের জন্য চীনে মোট ৬ বছর ধরে বসবাস করেছেন। তিনি প্রতিবেদককে বলেন, দু’দেশের শিল্পীদের যৌথ পার্ফর্মেন্স তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন,

“আমি চীনকে ভালবাসি। সেখানে পড়াশোনা ও কাজ করা আমার জন্য একটি সুন্দর অভিজ্ঞতা। চীনে বসবাস করা খুবই আরামদায়ক। জার্মান মিডিয়ায় প্রকাশিত চীনের নতুন ডিজিটাল উন্নয়নের বিষয় চীনে দেখেছি। দশ বছর আগে, যখন চীন ও জার্মানি দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপন করেছিল, তখন আমি বেইজিংয়ে কাজ করতাম। আমি আশা করি, দশ বছর পর দু’দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা উদযাপন করতে পারবে। জার্মানি-চীন মৈত্রী দীর্ঘদিন ও আরও গভীর হোক, সহযোগিতা আরও বিস্তৃত হোক এবং আরও সুন্দর ভবিষ্যত তৈরি হোক।”

ইতালির ভিজেভানো গ্র্যান্ড প্লাজাতে রেনেসাঁর মহিমা অনুভব করুন

ভিজেভানো হলো ইতালির লোম্বার্ডি এলাকার পাভিয়া প্রদেশের একটি গ্রাম। এখানে একটি স্কয়ার আছে। এটি রেনেসাঁর যুগে ইতালি এমনকি সারা ইউরোপে প্রথম স্কয়ার। যা প্রাচীন রোমান ফোরামের অনুপ্রেরণা এবং স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। প্রাচীন রোমান ধারণায় ‘স্কয়ার’ কেমন ছিল? ভিজেভানো গ্র্যান্ড প্লাজা থেকে এর উত্তর পাওয়া যায়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn