বাংলা

নিউ ওরিয়েন্টালের ইংরেজি শিক্ষক তুং ইয়ু হুই যখন অনলাইনে জনপ্রিয় পণ্য-বিক্রেতা

CMGPublished: 2022-06-27 16:03:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিক্ষক তুং ইয়ু হুই জুন মাস থেকে সারা চীনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। নিজের জনপ্রিয়তা সম্পর্কে তিনি বলেন, “ছোটবেলায় আমি পাহাড়াঞ্চলের গ্রামে বড় হয়েছি। আমার দাদা দাদীও হুপেই প্রদেশের দূরবর্তী পাহাড়াঞ্চল থেকে শাআনসি প্রদেশে আসেন। আমার পরিবার সাধারণ গ্রামের পরিবার। তাই ছোটবেলা থেকে ভালো করে পড়াশোনা করা ছিল আমার বড় শহরে টিকে থাকার একমাত্র পদ্ধতি।” নিজের চেহারা সম্পর্কে তিনি মজা করে বলেন, “আমার চেহারা তেমন ভালো না।” যখন তিনি পণ্যদ্রব্য বিক্রি করেন, তখন সহজে কবিতা আবৃত্তি করেন বা উপন্যাসের পরিচয় দেন। তাঁর লাইভ অনুষ্ঠান দেখা যেন টক শো দেখার মতো, বেশ মজাদার ব্যাপার। এ সম্পর্কে দর্শকরা মনে করেন, জ্ঞান অর্জনের সাথে সাথে টাকা দিয়ে পণ্যদ্রব্যও পাওয়া যায়, সেটি বেশ ভালো ব্যাপার।

কেবল সুন্দর ভাষা দিয়ে পণ্যদ্রব্য বিক্রি করা নয়, তিনি ঐতিহ্যিক গল্প ও জীবনযাপনের অভিজ্ঞতাও শেয়ার করে থাকেন। যেমন, আইসক্রিম বিক্রি করার সময় তাঁর ছোটবেলায় আইসক্রিম খাওয়ার স্মৃতি তুলে ধরেন; চাউল বিক্রি করার সময় ধান চাষের প্রক্রিয়ার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন। অনেকেই এটা খুব পছন্দ করেন।

শিক্ষক তুং জনপ্রিয় হওয়ার এক সপ্তাহ পর নিউ ওরিয়েন্টাল লাইভ স্টুডিওয়ের দর্শক সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায় এবং কোম্পানির শেয়ারের দামও ৬ গুণ বেড়ে যায়।

আসলে স্টুডিওতে যোগ দেওয়ার আগে শিক্ষক তুং ইংরেজির শিক্ষক হিসেবে খ্যাত ছিলেন। ২৯ বছর বয়সের যুবক শিক্ষক নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আমি একজন শিক্ষক ছিলাম এবং বর্তমানে বিক্রেতায় পরিণত হয়েছি।” ২০১৫ সালে তিনি শাআনসি প্রদেশের সি’আন বিদেশি ভাষা ইনস্টিডিউট থেকে স্নাতক হওয়ার পর নিউ ওরিয়েন্টাল কোম্পানিতে যোগ দেন এবং টানা ৭ বছর প্রায় ৫ লাখ শিক্ষার্থীকে ইংরেজি শেখান।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn