বাংলা

নিউ ওরিয়েন্টালের ইংরেজি শিক্ষক তুং ইয়ু হুই যখন অনলাইনে জনপ্রিয় পণ্য-বিক্রেতা

CMGPublished: 2022-06-27 16:03:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি যখন নিউ ওরিয়েন্টালের শিক্ষক ছিলেন, তখন তাঁর ক্লাস অনলাইনে খুব জনপ্রিয় ছিল না। কিন্তু ইন্টারনেটে পণ্য বিক্রি শুরুর পর তার ওয়েবসাইটের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়।

কারণ, তিনি এ প্ল্যাটফর্মে কেবল পণ্য বিক্রি করেন না, বরং ক্রেতাদের অনেক প্রয়োজনীয় তথ্য দেন এবং ইংরেজি ভাষা শেখান। তাই তাকে অনেকই দোভাষী শিক্ষক হিসেবে গণ্য করেন। জিনিস কেনার সাথে সাথে অনেককিছু তারা শিখে নেন শিক্ষকের কাছ থেকে। এটা ক্রেতাদের জন্য বেশ আকর্ষণীয় একটি ব্যাপার।

১০ই জুন নিউ ওরিয়েন্টালের লাইভ অনুষ্ঠান সবার দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়ু মিন হং নিজে কৃষিজাত পণ্য বিক্রি করতে শুরু করেন। তখন লাইভ অনুষ্ঠান একসঙ্গে দেখছিলেন প্রায় এক লাখ দর্শক-শ্রোতা। সেদিন অনলাইনে পণ্য বিক্রির পরিমাণ এক কোটি ইউয়ান ছাঁড়িয়ে যায় এবং নতুন ফলোয়ারের সংখ্যা ৩.২ লাখে উন্নীত হয়।

১০ থেকে ১২ই জুন টানা তিন দিনে নতুন ফলোয়ারের সংখ্যা ২০ লাখে উন্নীত হয়। শিক্ষক তুং ইয়ু হুই এ লাইভ অনুষ্ঠানে স্টেক বিক্রি করেন। তবে তিনি স্টেক খাওয়ার পদ্ধতি ও মাংস বেছে নেওয়ার টিপসসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং যেহেতু স্টেক পাশ্চাত্যের খাবার, তাই স্টেক খাওয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইংরেজি শব্দ ও বাক্য ক্রেতাদের শিখিয়ে দেন। তা ছাড়া, বিদেশ থেকে আমদানিকৃত চিংড়ি মাছ বিক্রির সময় তিনি বিভিন্ন ধরনের ও বিভিন্ন সাইজের চিংড়ি মাছের নামের ইংরেজি বানানের পার্থক্যের সাথেও ক্রেতাদের পরিচয় করিয়ে দেন। এভাবে দশর্করা খাবার কেনার সাথে সাথে নিউ ওরিয়েন্টাল স্কুলে পড়ার অনুভূতি পায়। তবে এ ক্লাস বিনা খরচের। শিক্ষক তুং মনোযোগ দিয়ে কৃষিজাত পণ্য বিক্রি করেন এবং তাঁর সাদা বোর্ডে বিভিন্ন ইংরেজি শব্দের বানান ও অর্থ বুঝিয়ে দেন। এমন পদ্ধতি ক্রেতাদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn