বাংলা

সংস্কৃতি সম্পর্কে, জাতীয় গণ-কংগ্রেসের সদস্যদের নানা পরামর্শ রয়েছে।

CMGPublished: 2022-03-15 17:21:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জিয়াংসি প্রদেশের সুবিধাগুলিকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য, চু হং পরামর্শ দেন। তিনি বলেন, প্রাসঙ্গিক মন্ত্রণালয় ও বিভাগ জিয়াংসিতে ঐতিহ্যবাহী চীনা ওষুধ, বন, গ্রীষ্মকালীন রিসোর্ট, সংস্কৃতি, উষ্ণপ্রস্রবণ, ক্রীড়াসহ বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ স্বাস্থ্য ও পর্যটন পরিষেবা উন্নয়নে তাদের নির্দেশিকা বাড়াবে। তা ছাড়া, পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বিন্যাস, প্রতিভা প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থা চালু করবে। এটি জাতীয় খ্যাতি এবং বিশ্বমানের স্বাস্থ্য ও পর্যটনের গন্তব্য নির্মাণে জিয়াংসিকে সহায়তা দেবে।

এরপর, আসুন আমরা হুবেই প্রদেশে দৃষ্টি দেই। জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির প্রতিনিধি চৌ হংইয়ু বলেন যে, ইয়াংসি নদীর সংস্কৃতি রক্ষা, উত্তরাধিকার ও প্রচার, ইয়াংসি নদীর জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণ একটি রাজনৈতিক দায়িত্ব- যা হুবেইকে অবশ্যই পূরণ করতে হবে। ইয়াংসি নদীর জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণ করা উচিত এবং হুবেইকে ‘ইয়াংসি নদীর জাতীয় সাংস্কৃতিক উদ্যানের’ মূল এলাকা হিসেবে গড়ে তোলা উচিত।

চৌ বলেন, ইয়াংসি নদীর সংস্কৃতি রক্ষা এবং উত্তরাধিকার ক্ষেত্রে হুবেই বিপুল পরিমাণ মৌলিক কাজ করছে। তা ছাড়া, হুবেই প্রদেশে ৩৬ হাজারেও বেশি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, ৩টি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং ৫টি স্থান বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের পরীক্ষামূলক তালিকায় রয়েছে। পাশাপাশি ৫টি জাতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর, ২৮টি বিখ্যাত চীনা ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর ও গ্রাম এবং ২০৬টি ঐতিহ্যবাহী চীনা গ্রামও রয়েছে।

চৌ পরামর্শ দেন যে, পরবর্তী পর্যায়ে হুবেইয়ের উচিত গভীরভাবে ইয়াংসি নদীর অববাহিকায় সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহ্যিক সম্পদের হিসাব করা, ইয়াংসি নদীর সাংস্কৃতিক সম্পদের একটি ডেটাবেস স্থাপন করা এবং ক্রমাগত ইয়াংসি নদীর সংস্কৃতির জনপ্রিয়তা ও আন্তর্জাতিক প্রভাব বাড়ানো। তা ছাড়া ইয়াংসি নদীর আন্তর্জাতিক সোনালী পর্যটন কেন্দ্রের বেল্ট মূল এলাকা স্থাপন করবে, শিল্পের উচ্চ মানের উন্নয়ন জোরদার করবে, জাতীয় সাংস্কৃতিক পার্ক নির্মাণে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে এবং ইয়াংসি নদীর জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণের ক্ষেত্রে সুবিধা দেবে।

বন্ধুরা, সংস্কৃতি সম্পর্কে প্রতিনিধিদের পরামর্শ আপনাদের কেমন লাগলো?

একটি সুন্দর জীবন সবার কামনা। আমি বিশ্বাস করি যে প্রতিনিধিদের সুন্দর পরামর্শের মাধ্যমে, সবার সুন্দর জীবনের ইচ্ছা বাস্তবায়িত হবে।

আশা করি আপনারা ‘সাহিত্য ও সংস্কৃতির’ বিশেষ আয়োজন আপনাদের ভালো লেগেছে।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn