বাংলা

সংস্কৃতি সম্পর্কে, জাতীয় গণ-কংগ্রেসের সদস্যদের নানা পরামর্শ রয়েছে।

CMGPublished: 2022-03-15 17:21:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ত্রয়োদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন ৪ মার্চ বিকেলে বেইজিংয়ে শুরু হয়। কীভাবে বেইজিং শীতকালীন অলিম্পিকের ঐতিহ্যগুলো টেকসইভাবে ব্যবহার করা যাবে? কীভাবে জিয়াংসিতে একটি বিশ্বমানের স্বাস্থ্য ও পর্যটন পরিষেবা গন্তব্য তৈরি করা হবে? কীভাবে হুবেই ‘ইয়াংসি নদীর জাতীয় সংস্কৃতি পার্কের মূল এলাকা’ তৈরি করবেন? কীভাবে চীনের পশ্চিমাঞ্চলে প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার কাজ আরও জোরদার হবে?

আজকের অনুষ্ঠানে, সংস্কৃতি সম্পর্কে জাতীয় গণ-কংগ্রেসের সদস্যদের পরামর্শগুলি তুলে ধরব।

২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং শীতকালীন অলিম্পিক ভেন্যুগুলি সবাই পছন্দ করেছে। গেমসের পর কীভাবে শীতকালীন অলিম্পিক ভেন্যুগুলি ভালভাবে ব্যবহার করা এবং তাদের ‘অলিম্পিক-পরবর্তী মূল্য’ বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ বিষয়। ৪ মার্চ বিকেলে, চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য এবং বেইজিং শীতকালীন অলিম্পিক কমিটির পরিকল্পনা ও নির্মাণ বিভাগের উপমন্ত্রী শেন চিন গত ছয় বছরে শীতকালীন অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুতি কাজে তার অভিজ্ঞতার ভিত্তিতে শীতকালীন অলিম্পিক ভেন্যুগুলির গেমস-পরবর্তী ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

শেন বলেন, প্রতিযোগিতার পর ভেন্যুগুলির টেকসই ব্যবহার বিবেচনায় রেখে অলিম্পিকের মান পূরণ করে এসব ভেন্যু ও সুযোগ-সুবিধা তৈরি করা বেইজিং শীতকালীন অলিম্পিক কমিটির পরিকল্পনা ও নির্মাণ বিভাগের ছয় বছরের প্রস্তুতিমূলক কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

‘এবার শীতকালীন অলিম্পিক গেমসের পাঁচটি প্রধান ভেন্যু হলো ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের উত্তরাধিকার। এই ভেন্যুগুলির পুনঃব্যবহার শীতকালীন অলিম্পিক ভেন্যু নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শেন বলেন, “নির্মাণের শুরুতে, সব ভ্যেনু একযোগে প্রতিযোগিতার সময় ব্যবহার করা এবং প্রতিযোগিতার পরে ব্যবহারের দ্বৈত প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে। এই সময়, বরফের ভ্যেনু সংস্কার এবং তুষার ভ্যেনু নির্মাণের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn