বাংলা

চীনের তুংহুয়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ

CMGPublished: 2022-03-14 17:30:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের ১৮টি দেশের ৩৩টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার ভিত্তিতে একটি বিশ্ব টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিয়ন গঠিত হয়েছে। শাংহাই চীনের বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র, ডিজাইন কেন্দ্র ও ফ্যাশন শহরের অন্যতম। এ ইউনিয়নের কাঠামোতে, ফ্যাশন ডিজাইন মেজরের সাথে যুক্ত করে, আন্তর্জাতিক ডিজাইনারদের প্রশিক্ষণে অনেক উদ্যোগ নেওয়া যায়। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের প্রাধান্যকে কোভিড-১৯ মহামারী প্রতিরোধক কাজেও ইতিবাচকভাবে কাজে লাগানো হয়েছে। যেমন, চিকিত্সকদের জন্য পিপিই ও মাস্কসহ বিভিন্ন চিকিত্সাসামগ্রী এবং নাগরিকদের ব্যবহারের জন্য মানসম্পন্ন মাস্ক তৈরির মতো কাজগুলো এ বিভাগ করেছে। এতে চীনের জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।

তুংহুয়া বিশ্ববিদ্যালয় ইয়াংসি নদীর বদ্বীপ এলাকায় অবস্থিত। তাই এতদঞ্চলের টেক্সটাইল ও নতুন কাঁচামাল শিল্পের উন্নয়নে নেতৃত্বের ভুমিকা পালন করে থাকে। বিশ্ববিদ্যালয়ের গবেষক দল চিয়াংসু প্রদেশের শিল্পপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে চীনের হাজার টন পর্যায়ের কার্বন ফাইবার উত্পাদন লাইন সৃষ্টি করেছে। এতে চীনের এই খাতের শূন্যতা পূরণ হয়েছে এবং বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের একচেটিয়া ব্যবসাও ভেঙ্গে গেছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষকদল চেচিয়াং প্রদেশের রঞ্জক শিল্পপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে লাল, হলুদ, নীল ও কালো রঙয়ের ফিক্সড ফাইবার ডিজিটাল ইঙ্কজেট প্রিন্টিং রঞ্জক আবিষ্কার করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা ছাড়া সংশ্লিষ্ট উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করা এবং গবেষণার তত্ত্ব বাস্তব পণ্যদ্রব্যে রূপান্তর করা বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় স্থানীয় সরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারের ব্যাপক আদান-প্রদানের প্ল্যাটফর্ম গড়ে তুলবে, যাতে বিভিন্ন কৌশলগত সহযোগিতার মাধ্যমে আরো বেশি বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার সাফল্য বাস্তবভাবে চীনাদের জীবনমান উন্নত করতে পারে।

সুপ্রিয় বন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা এখানে শেষ হয়ে এলো। আমাদের অনুষ্ঠান যারা মিস করেছেন, তারা আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারেন। ওয়েবসাইট ঠিকানা www.bengali.cri.cn,ফেসবুকে CRIbangla মাধ্যমে চীন ও বিশ্ব সম্পর্কে আরও অনেককিছু জানতে পারেন। তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আগামী সপ্তাহে আবার কথা হবে,যাইচিয়ান।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn