মিউনিখ চীনা চলচ্চিত্র উত্সব-২০২০-China Radio International
মিউনিখ সাংস্কৃতিক কেন্দ্র টানা পাঁচ বছর ধরে চীনা চলচ্চিত্র উত্সব আয়োজনে সমর্থন জানিয়ে আসছে। এ কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা মার্গারেতা লিন্দনার বলেন, চলতি বছর জার্মানিতে লকডাউন ব্যবস্থার ফলে অনেক সাংস্কৃতিক সংস্থা কয়েক মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী মিউনিখ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত ধারাবাহিক চলচ্চিত্র অনুষ্ঠানও বাতিল করা হয়। জুলাই মাসের পর ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু হলেও ১৩০জন ধারণক্ষমতার প্রদর্শনী হলে প্রতিরোধের নীতি অনুযায়ী মাত্র ৩৫জন দর্শক বসতে পারত। চীনা চলচ্চিত্র ব্যক্তিদের উত্সবস্থলে দর্শকদের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করা যায় নি। তবে নতুন সুযোগও বের হয়েছে। মার্গারেতা বলেন,
‘অনলাইনে চীনা চলচ্চিত্র প্রদর্শন দর্শকদের সংখ্যা বাড়াতে সহায়ক হবে। বর্তমানে চীন অধিক থেকে অধিকতর মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। চীন প্রসঙ্গ জার্মান গণমাধ্যমেও প্রচারিত হয়। তবে চলচ্চিত্রের মধ্য দিয়ে ভিন্ন রকম একটি চীন এবং চীনের সমাজের বিভিন্ন খাতের সর্বশেষ অবস্থা জানতে পারে জনগণ। তাই সবাইকে এমন একটি প্লাটফর্ম দিতে পেরে আমরা খুব খুশি হয়েছি।’
চলচ্চিত্র উত্সব উদ্বোধনস্থলে সংবাদদাতা একজন দর্শককে খুঁজে পান। তাঁর নাম তানিয়া সি.ক্রাইনহোফের। তিনি চলচ্চিত্র উত্সব নিয়ে গবেষণা করেন এবং দ্বিতীয়বারের মতো মিউনিখে চীনা চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছেন। তিনি বলেন,
‘আগে চীনা চলচ্চিত্র প্রসঙ্গে আমার কোনও জ্ঞান ছিল না। গত বছর কয়েকজন বন্ধুর সঙ্গে কয়েকটি চীনা চলচ্চিত্র দেখার পর আমার আগ্রহ সৃষ্টি হয়। চলতি বছরে আমি ২০১৯ ও ২০২০ সালের নতুন চলচ্চিত্রের নাম দেখেছি। আশা করি, গত বছরের মতো চলতি বছর চীনের সংস্কৃতি ও সামাজিক অবস্থা প্রসঙ্গে আমার জানাশোনা আরো গভীর হবে।’