বাংলা

মিউনিখ চীনা চলচ্চিত্র উত্সব-২০২০-China Radio International

criPublished: 2020-10-28 16:10:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯ অক্টোবর ‘অষ্টম মিউনিখ চীনা চলচ্চিত্র উত্সব’ জার্মানির মিউনিখ সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন করা হয়। জার্মান ভাষাভাষী অঞ্চলের বৃহত্তম চীনা ভাষার চলচ্চিত্র উত্সব হিসেবে সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উত্সবের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে শ্রেষ্ঠ চীনা ভাষার চলচ্চিত্র তুলে ধরা হয়। বর্তমানে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছর অফলাইনে মাত্র ৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং আরও ২২টি চলচ্চিত্র ভিডিও অনলাইনে প্রদর্শিত হয়।

এবারের চলচ্চিত্র উত্সবের উদ্যোক্তা বা মিউনিখ কনফুসিয়াস ইন্সটিটিউটের জার্মান পক্ষের প্রধান কাও ফাং ফাং সাংবাদিকদের জানান যে, মহামারীর পরিপ্রেক্ষিতে চলতি বছর চলচ্চিত্র উত্সবের প্রস্তুতিমূলক-কাজ অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল। একদিকে প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে প্রদর্শনের চেষ্টা করায় ডোমেস্টিক প্রযোজনা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে ইন্টারনেটে প্রদর্শনের অনুমোদন সংগ্রহ করতে হয়েছিল; অন্যদিকে স্থানীয় প্রতিরোধক নীতিমালার পরিবর্তন অনুযায়ী অফলাইনে প্রদর্শন ব্যবস্থার সংশ্লিষ্ট সুবিন্যাস করা হয়। তিনি বলেন, চলতি বছর প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে দুটি সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্যময় চলচ্চিত্র ছিল। এ দুটি চলচ্চিত্রের নাম হলো ‘five golden flowers’ এবং ‘ashima’। তিনি বলেন,

‘চায়না ফিল্ম আর্কাইভ আমাদের এ দুটি চলচ্চিত্র দিয়েছে। কারণ, চীনের সংখ্যালঘু জাতি নিয়ে জার্মানির মানুষ খুব আগ্রহী। তাই আমরা মনে করি, চলতি বছর চীনের ইউননান প্রদেশের সংখ্যালঘু জাতির রীতিনীতি তুলে ধরার সুযোগ খুব বিরল। অনলাইনে একটি রিপোর্ট দাখিল করতে আমরা ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাই উই ইয়েনকে আমন্ত্রণ জানাই। রিপোর্টে পেশাগত দিক থেকে সানি জাতি ও পাই জাতির সংখ্যালঘু সংস্কৃতি তুলে ধরা হয়। বলা যায়, এটিই হলো এবারের চলচ্চিত্র উত্সবের একটি আকর্ষণীয় বিষয়। জার্মান জনগণ সার্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে চীনের সংখ্যালঘু জাতির উন্নয়ন ও বর্তমান অবস্থা বিবেচনা করবেন বলে আমরা বিশ্বাস করি।’

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn