বাংলা

মিউনিখ চীনা চলচ্চিত্র উত্সব-২০২০-China Radio International

criPublished: 2020-10-28 16:10:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের চলচ্চিত্র উত্সব চীন ও জার্মান অতিথিদের ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনলাইনে উদ্বোধন করা হয়। মিউনিখ শহরের মেয়র এদিন তাঁর ভাষণে বলেন, এ শহরের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কার্যক্রম হিসেবে অষ্টম মিউনিখ চীনা চলচ্চিত্র উত্সব বর্তমান মহামারীর সময় অনলাইন ও অফলাইনে সমন্বিতভাবে বেশ কয়েকটি ভালো চলচ্চিত্র দেখিয়েছে; যা সত্যিই উত্সহব্যাঞ্জক। আরো বেশি মানুষে ইন্টারনেটের মাধ্যমে এই উত্সবে অংশ নেবেন এবং চীনা চলচ্চিত্রের বৈচিত্র্য অনুভব করবেন।

মিউনিখ কনফুসিয়াস ইন্সটিটিউটের চীন পক্ষের প্রধান লিও ইউ লু সিনহুয়া বার্তা সংস্থার সাংবাদিককে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, মিউনিখ চীনা চলচ্চিত্র উত্সব টানা মোট ৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এখন পর্যন্ত উত্সবে সর্বমোট ৮০টি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্র উপভোগকারীদের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে।

আগের মতো এবারের চলচ্চিত্র উত্সবে নতুন চলচ্চিত্র, ক্লাসিকাল চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বেশ কয়েকটি অংশ ছিল। এতে ‘Dwelling in the Fuchun Mountains’, ‘Balloon’ এবং ‘Legend Of The Demon Cat’সহ ৩০টি ভিন্ন বৈশিষ্ট্যের চীনা ভাষার শিল্পকর্ম প্রদর্শিত হয়। তা ছাড়া, চলচ্চিত্র উত্সব চলাকালে প্রদর্শিত চলচ্চিত্র-সম্পর্কিত সাংস্কৃতিক ফোরাম, যেমন অরিগামি, বাচ্চাদের জন্য চীনা ভাষা, থাইচি মুষ্টিযুদ্ধ এবং জাতীয় নাচসহ বিভিন্ন অনলাইন ক্লাসের আয়োজন করা হয়। লিও ইউন লু বলেন,

‘আগের কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা যায়, চলচ্চিত্র উপভোগকারীদের সংখ্যা বছরের পর বছর ধরে বাড়ছে। মহামারীর সময় সংস্কৃতির প্রতি জনগণের চাহিদা আরো বেড়েছে। এটিই হলো নানা প্রতিবন্ধকতা পার হয়ে চলতি বছর চলচ্চিত্র উত্সব আয়োজনের গুরুত্বপূর্ণ শক্তি। আমরা বরাবরই চলচ্চিত্রকে বিদেশি সংস্কৃতির সঙ্গে চীনের বিনিময়ের সেতু হিসেবে মনে করছি। যারা চীনা চলচ্চিত্র উপভোগ করেছেন তারা উত্সবের মাধ্যমে চীন, বিশেষ করে আধুনিক চীন সম্পর্কে জানতে পারেন। শুধু তাই নয়, চীনা সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসাও সৃষ্টি হবে বলে আমি আশা করি।’

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn