বাংলা

চীনের বিশাল বাজার ও বিদেশী প্রতিষ্ঠানগুলোর সুবিধা

CMGPublished: 2023-08-16 14:34:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে চীনে রয়েছে ১.৮ লাখ কফিসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ভবিষ্যতে চীনের কফিবাজার বৃদ্ধির ধারা বজায় রাখবে। রাশিয়ার স্পুটনিক বার্তাসংস্থা সম্প্রতি এক নিবন্ধে চীনের কফিবাজারের প্রাণশক্তিকে এভাবে বর্ণনা করে। এটি চীনের ভোগবাজার পুনরুদ্ধারের মাত্র একটি উদাহরণ।

চীনের সরকার ১৫ আগস্ট এক পরিসংখ্যানে জানিয়েছে, চীনের অর্থনীতি অব্যাহতভাবে পুনরুদ্ধার হচ্ছে। এরই মধ্যে পরিষেবা খাতে ভোগ বৃদ্ধির চমক দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম ৭ মাসে পরিষেবা খাতে বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২০.৩ শতাংশ বেশি ছিল।

গরমের ছুটিতে পর্যটন, সাংস্কৃতিক ও বিনোদনমূলক ভ্রমণ বৃদ্ধির কল্যাণে সংশ্লিষ্ট পরিষেবা খাতে ভোগ দ্রুত বৃদ্ধি পায়। সামাজিক ভোগ্যপণ্য বিক্রির পরিমাণও আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৩ শতাংশ বেড়েছে। ভোগ অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্ণায়ক চালিকাশক্তি। বর্তমানে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি দুর্বল। এ অবস্থায় চীনের ভোগবাজার বিদেশী প্রতিষ্ঠানগুলোর জন্য কী সুযোগ দিতে পারে?

আগে চীনে ভোগবাজারে পণ্যের ভোগ ছিল বেশি। বর্তমানে পরিষেবা ভোগের পরিমাণ বেড়ে প্রায় সমান হয়েছে। চীনা নাগরিকদের গড় ব্যয়ের মধ্যে পরিষেবা খাতে ব্যয়ের পরিমাণ ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। ভোগ-কাঠামোর রূপান্তরে বিদেশী প্রতিষ্ঠানের জন্য নতুন বিকল্প সৃষ্টি হয়েছে।

কিছুদিন আগে বৈদেশিক ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সুষ্ঠু করার লক্ষ্যে, চীনের রাষ্ট্রীয় পরিষদ ২৪-দফা নীতিগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে অনেক বিষয় পরিষেবা খাতে উন্মুক্তকরণ বাড়ানোসম্পর্কিত। বিশ্লেষকরা বলছেন, টেলিকম, ব্যাংকিং ও জৈব চিকিত্সাসহ নানান খাতকে আরও উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যার অর্থ চীনের পরিষেবা খাতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির সুযোগ বেড়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn