বাংলা

আফ্রিকার ‘ভাল জিনিসে’র চীনের ‘নতুন অধ্যায়’

CMGPublished: 2024-11-11 10:58:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণ আফ্রিকার মণি, ইথিওপিয়ার কফি, কেনিয়ার তাজা ফুল এবং ঘানার চকলেট— সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকায় চীনা পণ্য জনপ্রিয় হবার সঙ্গে সঙ্গে ক্রমাগত আফ্রিকার ‘ভালো জিনিস’ চীনে এসে, চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যের ‘দ্বিমুখী প্রচেষ্টা’ স্বচক্ষে দেখছে।

হুনান প্রদেশ, চীন-আফ্রিকা বেসরকারি বিনিময় ও সহযোগিতার গুরুত্বপূর্ণ অগ্রণী প্রান্ত হিসেবে, চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্য মেলা দীর্ঘকাল সেখানে অনুষ্ঠিত হয়ে উভয়পক্ষের জন্য বিনিময় ও উপলব্ধির জানালায় পরিণত হয়েছে। ছুটি বা কোন দিবসের সময়, রাজধানী ছাংশা’র মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সেখানে অধ্যয়ন করতে যায়। তারা আফ্রিকার টোটেম হস্তশিল্পজাত তৈরী করার মাধ্যমে আফ্রিকার সংস্কৃতি, ইতিহাস ও শিল্প অনুভব করে। পণ্যভোগীরাও সেখানে গিয়ে দক্ষিণ আফ্রিকার হীরা, রুবি ও নীলকান্তমণি কিনে। চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্য মেলার স্থায়ী প্রদর্শনী হলের অপারেটর আন সিন জানান, এখানে আসা মানুষেরা দক্ষিণ আফ্রিার হীরা, তানজানিয়ার নীলকান্তমণি, মিসরের মশলা, নাইজেরিয়ার চীনাবাদাম, গাম্বিয়ার তিল ও মাদাগাস্কারের ভ্যানিলা ইত্যাদি দেখতে পারেন। আফ্রিকান এ সব পণ্যের মাধ্যমে আফ্রিকার নান্দনিকতা অনুভব করা যায়।

চীনা বাজারে প্রবেশ করার পর আফ্রিকার কফি সৃজনশীল ‘স্থানীয়করণ’ পরিবর্তন ঘটে। চীনা তরুণ পণ্যভোগীর পছন্দ অর্জন করার কারণে, কোন কোন হুনান চা ব্র্যান্ড, আফ্রিকান কফি কাঁচামাল হিসেবে নতুন পানীয় উন্নয়ন করে। কোন কোন ব্র্যান্ড আফিকান কফি বৈশিষ্ট্য হিসেবে আফ্রিকান কফি ও হুনানের সিয়াংথান মধু সংযুক্ত করা নতুন পণ্য চালু করে, আফ্রিকান কফি’র ‘স্থানীয়করণ’ অনুশীলন করে।

বর্তমানে চীনের অভ্যন্তরীণ পানীয় ব্র্যান্ড অনলাইনে আফ্রিকার কফি বাগান মালিকের সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ করে, লেনদেন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সামগ্রিক মূল্য কমায়। আফ্রিকার কফি রোস্টিং কারখানা, কফি গভীর প্রক্রিয়াকরণ লাইনের নির্মাণ পরিকল্পনা আরো বেশি রকমের আফ্রিকান কফি বীজ চীনে প্রবেশ করতে সহায়ক হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn