বাংলা

আফ্রিকার ‘ভাল জিনিসে’র চীনের ‘নতুন অধ্যায়’

CMGPublished: 2024-11-11 10:58:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের জুলাই চীনের প্রথম আফ্রিকান তাজা ফুল পুনরায় রপ্তানি বাণিজ্য ছাংশা’য় সম্পন্ন হবার সঙ্গে সঙ্গে কেনিয়া থেকে আমদানিকৃত ৪শ’ তাজা গোলাপী ফুল ছাংশা’র মাধ্যমে পুনরায় রপ্তানির পর উজবেকিস্তানে বিক্রি করা হয়েছে। ছাংশা হুয়াং হুয়া বিমানবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার ইয়ু ছিং জানান, শুল্ক বিভাগ বিশেষ করে ‘সবুজ চ্যানেল’ খুলে, প্রতিষ্ঠানগুলোর কাস্টমস ক্লিয়ারেন্স সময় কমিয়ে পুনরায় রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত করেছে। হুনান সি ইউয়ে আন্তর্জাতিক বাণিজ্য লিমিডেট কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি হুয়াং জিনান বলেন, ভবিষ্যতে কোম্পানি পুনরায় রপ্তানি বাণিজ্য রূপ কাজে লাগিয়ে কেনিয়ার আভাকাডো’র বিক্রি সুষ্ঠু করবে। এছাড়া তানজানিয়ার বাহারি মাছ আমদানি করতে চায়। চীন, আফ্রিকার উন্নতমানের ও বৈশিষ্ট্যময় কৃষি পণ্যের আমদানির ওপর গুরুত্ব দেয়। আফ্রিকা থেকে কৃষি পণ্যের আমদানি পরিমাণ ধারাবাহিক ৭ বছর ধরে বেড়েছে। ২০২৩ সালে আফ্রিকা থেকে চীন বাদাম, সবজি, ফুল ও ফলের বৃদ্ধি হার ২০২২ সালের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৩০, ৩২, ১৪ ও ৭ শতাংশ বেড়েছে।

২০২৪ সালের প্রথমার্ধে আফ্রিকা থেকে চীনের আমদানি ছিল ৬০.১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। উজ্জ্বল মণি থেকে সমৃদ্ধ স্বাদ পর্যন্ত, এক একটি পণ্যের কারণে চীন-আফ্রিকা সহযোগিতার দরজা আরো বড় হয়ে উঠে। চীন-আফ্রিকা বাণিজ্যের পারস্পরিক সুবিধা চীনা পণ্যভোগীদের বহুমুখী চাহিদা পূরণ করার পাশাপাশি আফ্রিকান জনগণের জন্য বাস্তব আয় নিয়ে যায়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn