বাংলা

চীন-লাতিন আমেরিকা সহযোগিতা জনপ্রিয় হয়ে উঠছে

CMGPublished: 2024-09-23 11:17:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্যটন হলো পরিষেবা বাণিজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। লাতিন-আমেরিকা পর্যটন সম্পদে সমৃদ্ধ এবং চীনা পর্যটকদের কাঙ্ক্ষিত পর্যটন স্থান। সাম্প্রতিক বছরগুলোতে চীন পর্যটকদের ভ্রমনের কারণে লাতিন-আমেরিকার পর্যটন বাজার চাঙ্গা হয়ে উঠছে। বহু সরাসরি লাতিন-আমেরিকা রুট পুনরুদ্ধার ও চালু হবার সঙ্গে সঙ্গে ব্রাজিল, মেক্সিকো, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া ও কিউবাসহ বিভিন্ন দীর্ঘ কাঙ্ক্ষিত স্থান পুনরায় চীনা পর্যটকদের দৃষ্টিতে ফিরে আসে। চলতি গ্রীষ্মকালীন ছুটিতে উল্লিখিত দেশগামী ভ্রমন অর্ডারের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশের বেশি হয়েছে।

“হন্ডুরাসের আবহাওয়া উষ্ণ, চীনা পর্যটকদের জন্য তার প্রাকৃতিক দৃশ্য খুবই বৈশিষ্ট্যময়। এছাড়া আমরা পর্যটকদের জন্য সবচেয়ে বেশি এন্ট্রি সুবিধা দেই। ভিসার অনুমোদন খুবই দ্রুত।” মেলায় চীনে নিযুক্ত দেশটির দূতাবাসের অর্থনৈতিক ও বিনিয়োগ কাউন্সিলার উত্সাহব্যঞ্জকভাবে হন্ডুরাসে ভ্রমন করতে আমন্ত্রণ জানালেন।

চীন আরো উন্মুক্ত হবার সঙ্গে সঙ্গে হন্ডুরাসের আরো বেশি মানুষ মহাপ্রাচীর ও নিষিদ্ধ নগরের মতো চীনের প্রাচীনকালের বিস্ময় এবং বিশ্ব অগ্রণী আধুনিকায়ন উন্নয়ন ফলাফল পরিদর্শন করার প্রত্যাশা করেন তিনি। পর্যটন বাজার চাঙ্গা হয়ে উঠা দু’দেশের বৈশিষ্ট্যময় পণ্যের বেশি বিক্রয় বেগবান করবে, পাশাপাশি দু’দেশের জনগণের জন্য আরো বেশি চাকরি ও ব্যবসা সুযোগ তৈরি করবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn