বাংলা

চীন-লাতিন আমেরিকা সহযোগিতা জনপ্রিয় হয়ে উঠছে

CMGPublished: 2024-09-23 11:17:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সবেমাত্র শেষ হওয়া ২০২৪ চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলায় প্রায় ১০টি লাতিন-আমেরিকা ও ক্যারিবীয় দেশের বুথ পণ্যসম্ভার ও দর্শনার্থীতে পরিপূর্ণ ছিল। চমকপ্রদ ও বৈশিষ্ট্যময় হস্তশিল্পজাত পণ্য, সুস্বাদু খাবার, ত্বকের যত্ন নেয়ার পণ্য এবং সাংস্কৃতিক স্মারকবস্তু কিনতে শহরবাসী হুমড়ি খেয়ে পড়েন।

বার্ষিক পরিষেবা বাণিজ্য ক্ষেত্রের মেলাটি ৮০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আকর্ষণ করেছে। লাতিন-আমেরিকার বেশ কয়েকটি দেশের রাজনৈতিক মহল ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমন্ত্রিত হয়ে, আর্থ-বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হয়ে, হাতে-হাত রেখে চীন-লাতিন আমেরিকা পরিষেবা বাণিজ্য বাজারের সুপ্তশক্তি অন্বেষণ করতে আসেন।

বহু বছর ধরে মেক্সিকো পরিষেবা বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। চলতি বছর দেশটির ৭টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর পরিষেবা লজিস্টিক, শিক্ষাদান, রপ্তানি ও অর্থসহ বিভিন্ন ক্ষেত্রের। চীন-মেক্সিকো চেম্বার অফ কমার্সের উপ-নির্বাহী চেয়ারম্যান ভিক্টর ক্যাডেনা ব্যাখ্যা করে বলেন, “পরিষেবা বাণিজ্য মেলাটি আমাদের জন্য একটি জানালা খুলে দেয়। এখানে আমরা আরো বেশি চীনা পরিষেবা সরবরাহকারী ব্যবসায়ী, সম্ভাব্য মক্কেল ও সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে পারি।” তিনি জানান, তাদের সংস্থা প্রতি বছর মেলায় অংশ নেয়। ক্রমশ এর মাত্রা বড় হচ্ছে এবং অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যাও বাড়ছে।

চীন ধারাবাহিকভাবে ক’বছর ধরে বিশ্বে, মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং লাতিন-আমেরিকায় মেক্সিকো চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন-মেক্সিকো আর্থ-বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী প্রবণতায় বজায় রয়েছে। চীনের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরের প্রথম সাত মাসে চীন-মেক্সিকো দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৩.৫৫৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৩ শতাংশ বেশি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn