থাই ফলবাগান থেকে চীনের বাজার, ডুরিয়ানের ‘উত্তরযাত্রার গল্প’
কুয়াংসির বৃহত্তম পাইকারী ফলবাজার থাইল্যান্ড থেকে আসা এক এক গাড়ি ডুরিয়ান আনলোড করা হয়। ইয়োসিয়ানইউয়ান কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার মো চিয়ামিং বলেন, প্রতিদিন প্রায় ৫০ টন থাই ডুরিয়ান বাজারে আসছে। বিভিন্ন রকমের ডুরিয়ান স্টলে রাখার সঙ্গে সঙ্গে অনেক ক্রেতা আকর্ষণ করে। তিনি জানান, চলতি বছর তারা প্রায় ১ হাজার ৮০০ টন ডুরিয়ান আমদানি করেছেন। থাই ফল বাগান থেকে তোলা তাজা ডুরিয়ান স্থল পরিবহনের মাধ্যমে সবচেয়ে দ্রুত ৩ থেকে ৫ দিন চীনে পৌঁছাতে পারে। তিনি বলেন, চীনের ‘ফলের থালা’ যথেষ্ঠ বড় এবং তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে ডুরিয়ানের মতো আসিয়ানের আরো ফল চীনে বড় বাজার পাবে।