ব্লুবেরি নিয়ে কৃষক শিল্প চেইনের কেন্দ্রে আসে
যদিও কৃষি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প তবে এটিও নতুন মানের উত্পাদন শক্তির গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। ৬২২ ব্যবস্থার সাহায্যে কোম্পানি মানুষ নিয়োগ, জমি ভাড়ার খরচ কম হয়। কৃষক চাষ ও বিক্রয়ের সমস্যা সমাধান করে এবং গ্রামের অর্থের সু ব্যবহার বাস্তবায়ন হয়। এমন প্রেক্ষাপটে নতুন কৃষক হাজির হয়।
চাও পা জেলার প্রধান ফেং মেই জানিয়েছেন, আগে কৃষকরা মূলত নিজের জমি কোম্পানিকে লিজ দেয়ার মাধ্যমে কিছু আয় করতো, পাশাপাশি কোম্পানিতে তারা একটি চাকরি এবং মাসিক বেতন পেতো। তবে এখন তারা কৃষকদেরকে খামার ব্যবস্থাপনার মধ্যমে আয় করতে উত্সাহ দেয়। গ্রাম ও কোম্পানির উদ্যোগে পারিবারিক খামার প্রতিষ্ঠা করে জমি ও শ্রম উত্পাদন উপাদান হিসেবে খামারের শেয়ারহোল্ডার হতে পারে কৃষকরা। ব্লুবেরির উত্পাদন তাদের আয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়। তাই তারা আরও সক্রিয়ভাবে ব্লুবেরির চাষ ও বিক্রয়ে অংশগ্রহণ করেন। প্রতি মু জমিতে প্রতি বছর তারা ৩০ হাজার ইউয়ান বা তার চেয়ে বেশি লভ্যাংশ পেতে পারেন, যা আগে জমি ভাড়া ও বেতন পাওয়ার চেয়ে অনেক বেশি।
সু চ্য জানিয়েছেন, বড় কৃষি কোম্পানি নিয়মিতভাবে ব্লুবেরি চাষ, যত্ন, বেছে নেয়াসহ নানা প্রযুক্তি এবং বাজার সম্পর্কিত প্রশিক্ষণ আয়োজন করে। কৃষক কোম্পানি নির্ধারিত চাষের উপায় অনুযায়ী কাজ করে এবং ব্লুবেরির মান ভাল এবং স্থিতিশীল হয়। স্থনীয় বড় ব্লুবেরি চাষীরা চীনের সিআন, ছিং তাও এবং বিদেশে সফর করতে যান এবং তারা নতুন কৃষক হন।
কৃষকের স্বার্থ রক্ষা করতে চাও পা জেলার সরকার, গ্রামের কোম্পানি ও বড় কৃষি কোম্পানি, এ তিন পক্ষ একটি অনলাইন ব্লুবেরি বিনিময় ও লেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে। সেখানে কৃষকরা অনলাইনে ব্লুবেরির মান, পরিমাণ চেক করতে পারেন। প্রতি অর্ধ মাসে একবার বিক্রির দাম চেক করতে পারেন এবং প্রতি মাসে কত ব্যয় হয়, কত আয় হয় তাও দেখতে পারেন।