বাংলা

চীনের বসন্ত অর্থনীতি

CMGPublished: 2024-04-03 16:24:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আবহাওয়া দিন দিন উষ্ণ হয়ে উঠছে এবং মানুষজন বাইরে এসে নানা খেলাধুলায় মাতেন। সাইক্লিং, ফ্রিসবি, হাইকিংসহ নানা

আউটডোর স্পোর্টস জনপ্রিয় হয়ে উঠে। চীনের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের একটি প্রতিবেদন অনুযায়ী হাইকিং ও সাইক্লিংসহ ক্রীড়া সম্পর্কিত পোস্ট দেখার সংখ্যা অনেক বেড়েছে, মানে মানুষ এ বিষয় নিয়ে আরও আগ্রহী।

অনেক কোম্পানিও এ সুযোগ ধরে নিজের পণ্য প্রচারের জন্য নানা অনুষ্ঠান আয়োজন করে। এক্সডো নামে একটি আউটডোর স্পোর্টস কোম্পানির বাজার বিষয়ক কর্মী জানিয়েছে, মার্চ মাসের শুরু দিক থেকে তারা ধারাবাহিক সাইক্লিং অনুষ্ঠান আয়োজন করেন এবং তারপর তারা অন্য ধরনের ক্রীড়া অনুষ্ঠান অয়োজন করবেন। এ বছরের আউটডোর স্পোর্টস বাজার নিয়ে তারা আশাবাদি।

বিখ্যাত ক্রীড়া সামগ্রী সরবরাহকারী ডেকাথলনের একজন দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, গেল এক মাসে চীনা বাজারে তাদের ক্রীড়া সামগ্রীর বিক্রি ৩০ শতাংশ বেড়েছে। এর মধ্যে হাইকিং বিষয়ক পণ্য সবচেয়ে জনপ্রিয় হয়েছে, বিক্রি পরিমানের মধ্যে হাইকিং পণ্যের অনুপাত ৫০ শতাংশের বেশি। তাদের আনুমান অনুযায়ী ছিংমিং উৎসব ছুটির সময়ে দ্বিতীয় প্রান্তিকের ক্রীড়ার শীর্ষ সময় আসবে।

বিশেষজ্ঞরা মনে করেন, বসন্তকালের বৈশিষ্ট্য অনুযায়ী চীনে নানা ধরনের ভোগ্য বাজার গড়ে তোলা হয়। ভ্রমণ, খাবার, আউটডোর খেলাধুলাসহ নানা ক্ষেত্রে দেখা যায় নতুন উদ্ভাবন। ঋতুর বৈশিষ্ট্য ও ভোক্তার চাহিদার সঙ্গে যুক্ত করেই সংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন বাস্তবায়ন করা হয়।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn