বাংলা

চীনের বসন্ত অর্থনীতি

CMGPublished: 2024-04-03 16:24:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বসন্ত এসে গেছে এবং সারা চীনের সংস্কৃতি ও পর্যটন খাতে দেখা দিয়েছে নতুন প্রবাহ। ফুলের সৌন্দর্য উপভোগ, ছবি তোলে পোস্ট করা, সাইকেল চলানো ও চা খাওয়া, বাগানে ফল ও শাকসবজি তোলাসহ নানা বিষয় বসন্ত কাটানোর রেওয়াজে পরিণত হয়েছে। এ সময়ের সৌন্দর্যও এক ধরনের শিল্প, যা ভোগ-বাজারে প্রাণশক্তি যোগায়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে নীতি প্রণয়নের মাধ্যমে বসন্তের অর্থনীতি সারা বছরের অর্থনীতিতে পরিণত করা যাবে এবং তা সারা বছর ভোগ-বাজারে শক্তি যোগাবে।

বসন্তকাল, ফুল ফোটার সময়। চীনের বিভিন্ন জায়গায় ফুটছে নানা ধরনের ফুল। চীনের পর্যটন বিষয়ক ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী এখন চীনে ফুলের সৌন্দর্য উপভোগের সেরা সময়। মার্চ মাসে ফুল-পর্যটন আগের মাসের তুলনায় ৩ গুণ বেড়েছে, যা বসন্তকালে পর্যটন বাজারের জন্য আকর্ষণীয় একটি বিষয়।

ফুল-পর্যটন জনপ্রিয় হয়ে ওঠার কারণে ফুলের জন্য বিখ্যাত স্থানগুলোতে হোটেলের বুকিংও বাড়ছে। মার্চ মাসের সব সাপ্তাহিক ছুটি অর্থাৎ শনি ও রোববারের জন্য সব হোটেল বুকিং হয়ে যায় এবং এপ্রিল মাসের শুরুতে ছিংমিং উৎসবের সময়ে সব রুমের ৮০ শতাংশ বুকিং হয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন উ হান শহরের একটি পারিপারিক হোটোল সেবা প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যক্তি। উ হান শহর চেরি ফুল উপভোগের একটি বিখ্যাত জায়গা এবং প্রতি বছরের মার্চ ও এপ্রিল মাসে চেরি ফুল দেখতে সেখানে আসেন বিভিন্ন জায়গার মানুষ এবং এতে উ হানও জনপ্রিয় একটি পর্যটন শহরে পরিণত হয়েছে।

ফুল-পর্যটনের জনপ্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে চীনের নানা জায়গা নতুন সাংস্কৃতিক সেবা প্রদান করে। যেমন ফুল উপভোগ ও মেলা, ফুল উপভোগ ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি। যেমন বেইজিং শহরে চালু হয়েছে ‘ফুলের ৯টি বিষয়’ শিরোনামে একটি প্রকল্প এবং বিভিন্ন ঐতিহ্যিক স্থানে বিভিন্ন ফুল-পর্যটনের রুট চালু হয়। কুয়াং সি প্রদেশের লিউ চৌ শহরে বাউহিনিয়া ফুল দেখার বাস চালু হয়েছে। স্থানীয়রা বিনামূল্যে এ বাস দিয়ে বাউহিনিয়া ফুল দেখতে যায়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn