বাংলা

দুই অধিবেশনে সাধারণ প্রতিনিধির স্মৃতি

CMGPublished: 2024-03-14 18:08:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হোয়াং হো নদীর উত্তর তীরে অবস্থিত ইয়ু তোং সমতল। হালকা লাল রঙের সূর্যাস্তের ছায়ায় গমের ক্ষেত দূর থেকে অনেক মনোরম লাগছে। হ্য নান河南 প্রদেশের পু ইয়াং濮阳 শহরের সি সিন চুয়াং 西辛庄গ্রামে সারি সারি বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন। একটি বাসভবনের সামনে লাল লণ্ঠন ঝুলছে। সেটি হলো গ্রামের সিপিসি’র সম্পাদক লি লিয়ান ছেংয়ের বাড়ি। তার বয়স ৭০ বছর। তিনি দুই অধিবেশনে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সঙ্গে তার কথাবার্তার স্মৃতিচারণ করেছেন আমাদের সাংবাদিকের সঙ্গে।

২০১৯ সালের মার্চ মাসে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হিসেবে লি লিয়ান ছেং বেইজিংয়ে দুই অধিবেশনে উপস্থিত ছিলেন। হ্য নান প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনায় সি চিন পিংয়ের উপস্থিতির কথা জেনে এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বলে তিনি উদ্দীপ্ত হওয়ার পাশাপাশি চিন্তিত হন। প্রেসিডেন্ট সি’র সঙ্গে মনের কথা বলতে পারবেন ভেবে তিনি উদ্দীপ্ত। তবে তার গ্রামের বিষয়ে সব বলতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন লি।

সে দিনের পর্যালোচনা সভায় ৮জন প্রতিনিধি বক্তব্য রাখেন। লি লিয়ান ছেং ছিলেন পঞ্চম। তিনি প্রেসিডেন্ট সি’কে কৃষকদের ৮টি স্বপ্নের কথা বলেন। সেগুলোর মধ্যে অন্যতম ‘বাড়ির পাশে সন্তানদের ভালো স্কুলে ভর্তি করানো, একটি ভালো হাসপাতালে ডাক্তার দেখানো, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ পাওয়া, গ্রামে একটি ভালো প্রাকৃতিক পরিবেশ তৈরি, গ্রামাঞ্চলের পুনরুজ্জীবন।

লি বলেন, ‘আমি টানা ৬ মিনিট ধরে বলেছি। প্রেসিডেন্ট সি হাসিমুখে আমার দিকে তাকান এবং ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন। প্রথমদিকে আমি খুব নার্ভাস ছিলাম। পরে বলতে বলতে ঠিক হয়ে গেছি।’

আমার কথা শেষে প্রেসিডেন্ট সি চিন পিং হাসিমুখে বলেন, “আপনি আজ যেগুলো বলেছেন, তাতে প্রতিফলিত হয় তৃণমূলের জনসাধারণের সুখী জীবনের প্রতি অনুরাগ। আমাদের নীতি হলো জনগণকে সেবা দেয়া এবং সুখী জীবনের প্রতি জনগণের অনুরাগকে কেন্দ্র করে চেষ্টা চালানো। আমরা দৃঢ়পদে সামনে এগিয়ে যাবো।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn