দুই অধিবেশনে সাধারণ প্রতিনিধির স্মৃতি
লি ঠিক প্রেসিডেন্ট সি’র বিপরীতে চার ও পাঁচ মিটার দূরে বসে ছিলেন। তাই প্রেসিডেন্ট সি’র কথা স্পষ্টই তার কানে আসে। ফলে খুব উত্সাহিত হন তিনি।
সভার পর প্রেসিডেন্ট সি চিন পিং লির সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে হাত মেলান। সে মুহূর্ত স্মরণ করে লি লিয়ান ছেং বলেন, “প্রেসিডেন্ট সি লিয়াং চিয়া হ্য গ্রামে সিপিসি’র সম্পাদক ছিলেন। তাই গ্রাম বিষয়ে ভালো জানেন। তিনি আমাদের কৃষকদেরকে মনে রেখেছেন।”
দুটি অধিবেশন শেষে গ্রামে ফিরে লি লিয়ান ছেং প্রেসিডেন্ট সি’র কথা সম্পূর্ণভাবে গ্রামবাসীদের কাছে তুলে ধরেন, যা সবাইকে উত্সাহিত করে। গত কয়েক বছরে সবার চেষ্টায় সি সিন চুয়াং গ্রামের ব্যাপক পরিবর্তন ঘটেছে। একটার পর একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। গ্রামে কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তাতে পার্শ্ববর্তী গ্রামের ১ হাজার ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করতে আসে। চলতি বছর গ্রামে একটি হাসপাতাল চালু হবে, যেখানে থাকবে ৫০০টিরও বেশি শয্যা। গ্রামে কয়েক দশকের বেশি সময় ধরে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাতে স্থানীয়দের জন্য ২ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে।
চলতি বছর লি লিয়ান ছেং আবারও চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হয়েছেন। তিনি বেইজিংয়ে দুটি অধিবেশনে যোদ দেন। এবারের অধিবেশনে তিনি পুনরায় গ্রাম পুনরুজ্জীবিত হওয়ার বিষয়ে মনোযোগ দেন। তিনি বলেন, “সবাই একসাথে গ্রামকে অধিকতর সুন্দর করে গড়ে তুলবে বলে আমি আশা করি।”