দুই অধিবেশনে সাধারণ প্রতিনিধির স্মৃতি
হোয়াং হো নদীর উত্তর তীরে অবস্থিত ইয়ু তোং সমতল। হালকা লাল রঙের সূর্যাস্তের ছায়ায় গমের ক্ষেত দূর থেকে অনেক মনোরম লাগছে। হ্য নান河南 প্রদেশের পু ইয়াং濮阳 শহরের সি সিন চুয়াং 西辛庄গ্রামে সারি সারি বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন। একটি বাসভবনের সামনে লাল লণ্ঠন ঝুলছে। সেটি হলো গ্রামের সিপিসি’র সম্পাদক লি লিয়ান ছেংয়ের বাড়ি। তার বয়স ৭০ বছর। তিনি দুই অধিবেশনে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সঙ্গে তার কথাবার্তার স্মৃতিচারণ করেছেন আমাদের সাংবাদিকের সঙ্গে।
২০১৯ সালের মার্চ মাসে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হিসেবে লি লিয়ান ছেং বেইজিংয়ে দুই অধিবেশনে উপস্থিত ছিলেন। হ্য নান প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনায় সি চিন পিংয়ের উপস্থিতির কথা জেনে এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বলে তিনি উদ্দীপ্ত হওয়ার পাশাপাশি চিন্তিত হন। প্রেসিডেন্ট সি’র সঙ্গে মনের কথা বলতে পারবেন ভেবে তিনি উদ্দীপ্ত। তবে তার গ্রামের বিষয়ে সব বলতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন লি।
সে দিনের পর্যালোচনা সভায় ৮জন প্রতিনিধি বক্তব্য রাখেন। লি লিয়ান ছেং ছিলেন পঞ্চম। তিনি প্রেসিডেন্ট সি’কে কৃষকদের ৮টি স্বপ্নের কথা বলেন। সেগুলোর মধ্যে অন্যতম ‘বাড়ির পাশে সন্তানদের ভালো স্কুলে ভর্তি করানো, একটি ভালো হাসপাতালে ডাক্তার দেখানো, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ পাওয়া, গ্রামে একটি ভালো প্রাকৃতিক পরিবেশ তৈরি, গ্রামাঞ্চলের পুনরুজ্জীবন।
লি বলেন, ‘আমি টানা ৬ মিনিট ধরে বলেছি। প্রেসিডেন্ট সি হাসিমুখে আমার দিকে তাকান এবং ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন। প্রথমদিকে আমি খুব নার্ভাস ছিলাম। পরে বলতে বলতে ঠিক হয়ে গেছি।’
আমার কথা শেষে প্রেসিডেন্ট সি চিন পিং হাসিমুখে বলেন, “আপনি আজ যেগুলো বলেছেন, তাতে প্রতিফলিত হয় তৃণমূলের জনসাধারণের সুখী জীবনের প্রতি অনুরাগ। আমাদের নীতি হলো জনগণকে সেবা দেয়া এবং সুখী জীবনের প্রতি জনগণের অনুরাগকে কেন্দ্র করে চেষ্টা চালানো। আমরা দৃঢ়পদে সামনে এগিয়ে যাবো।”
লি ঠিক প্রেসিডেন্ট সি’র বিপরীতে চার ও পাঁচ মিটার দূরে বসে ছিলেন। তাই প্রেসিডেন্ট সি’র কথা স্পষ্টই তার কানে আসে। ফলে খুব উত্সাহিত হন তিনি।
সভার পর প্রেসিডেন্ট সি চিন পিং লির সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে হাত মেলান। সে মুহূর্ত স্মরণ করে লি লিয়ান ছেং বলেন, “প্রেসিডেন্ট সি লিয়াং চিয়া হ্য গ্রামে সিপিসি’র সম্পাদক ছিলেন। তাই গ্রাম বিষয়ে ভালো জানেন। তিনি আমাদের কৃষকদেরকে মনে রেখেছেন।”
দুটি অধিবেশন শেষে গ্রামে ফিরে লি লিয়ান ছেং প্রেসিডেন্ট সি’র কথা সম্পূর্ণভাবে গ্রামবাসীদের কাছে তুলে ধরেন, যা সবাইকে উত্সাহিত করে। গত কয়েক বছরে সবার চেষ্টায় সি সিন চুয়াং গ্রামের ব্যাপক পরিবর্তন ঘটেছে। একটার পর একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। গ্রামে কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তাতে পার্শ্ববর্তী গ্রামের ১ হাজার ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করতে আসে। চলতি বছর গ্রামে একটি হাসপাতাল চালু হবে, যেখানে থাকবে ৫০০টিরও বেশি শয্যা। গ্রামে কয়েক দশকের বেশি সময় ধরে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাতে স্থানীয়দের জন্য ২ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে।
চলতি বছর লি লিয়ান ছেং আবারও চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হয়েছেন। তিনি বেইজিংয়ে দুটি অধিবেশনে যোদ দেন। এবারের অধিবেশনে তিনি পুনরায় গ্রাম পুনরুজ্জীবিত হওয়ার বিষয়ে মনোযোগ দেন। তিনি বলেন, “সবাই একসাথে গ্রামকে অধিকতর সুন্দর করে গড়ে তুলবে বলে আমি আশা করি।”