বাংলা

চীনের দুই অধিবেশনের ‘মুল শব্দ’

CMGPublished: 2024-03-13 13:38:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্যু ইউন ফেই বলেন, ডিজিটাল ক্ষমতায়ন ও সবুজ স্মার্ট কোম্পানি রূপান্তরের গুরুত্বপূর্ণ পদ্ধতি। ২০২১ সাল থেকে কোম্পানিতে এ পদ্ধতি

চালু হয়। বর্তমানে কাঁচামাল, পরিবহন ও উত্পাদন পর্যন্ত গোটা প্রক্রিয়ার জন্য স্মার্ট ও সবুজ উত্পাদন লাইনের নির্মাণ কাজ চলছে। তা নির্মিত হলে উত্পাদনের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। খনি খনন, পরিবহন ও উত্পাদন সব রোবট দিয়ে করা যায়। স্যু ইউন ফেই মনে করেন, এটিও নতুন মানের উত্পাদন শক্তি দিয়ে ঐতিহ্যবাহী শিল্পকে রূপান্তরের একটি উদাহরণ।

দক্ষিণ পূর্ব চীনের বড় অর্থনৈতিক প্রদেশ হিসেবে ২০২৩ সালে চিয়াং সুর জিডিপি ছিল ১ হাজার ২৮২ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে বেসরকারি অর্থনীতির অবদান প্রায় ৬০ শতাংশ। স্যু ইউন ফেই বলেন, চলতি বছরের সরকারি কার্যবিরণীতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যক্তিগত কোম্পানি এবং বিদেশী-অর্থায়নের কোম্পানিসহ আধুনিকায়নে গুরুত্বপূর্ণ শক্তি এবং নানা কোম্পানির জন্য ন্যায্য প্রতিদ্বন্দ্বিতা ও উন্নয়নের ভাল পরিবেশ তৈরি করা যায়। একটি ব্যক্তিগত কোম্পানি থেকে আসা এনপিসির প্রতিনিধি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদি।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn