বাংলা

চীনের দুই অধিবেশনের ‘মুল শব্দ’

CMGPublished: 2024-03-13 13:38:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ৪ ও ৫ মার্চ যথাক্রমে শুরু হয় চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি এবং জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র সম্মেলন। এ দুটি সম্মেলনেক দুই অধিবেশন বলা হয়।

স্যু ইউন ফেই চীনের বড় অর্থনৈতিক প্রদেশ চিয়াং সু’র একটি সিমেন্ট কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি এবং এনপিসির একজন সদস্য। বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কিমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং চিয়াং সু প্রতিনিধি দলের সঙ্গে সরকারি কার্যবিবরণী নিয়ে পর্যালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘গুণগতমান উন্নয়ন’ এখন চীনের প্রধান কর্তব্য এবং একে কেন্দ্র করে স্থানীয় অবস্থা অনুযায়ী ‘নতুন মানের উত্পাদন শক্তি’ উন্নয়ন করা যায়। নতুন দফা বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লব ও শিল্প সংস্কারের পর্যায়ে আমাদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে উদ্ভাবন জোরদার করা, নতুন শিল্প এগিয়ে নেওয়া, সবার আগে ভবিষ্যতের শিল্প বিন্যাস করা এবং আধুনিক শিল্প ব্যবস্থা সুসম্পন্ন করা।’

প্রেসিডেন্ট সি বলেন, নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়ন মানে ঐতিহ্যবাহী শিল্প অবহেলা করা বা পরিত্যাগ করা নয়। স্থানীয় সম্পদ, শিল্পের ভিত্তি, গবেষণার ফলাফল অনুযায়ী নতুন শিল্প, নতুন পদ্ধতি ও নতুন চালিকাশক্তি বেছে নেয়া যায় এবং তা উন্নয়ন করা যায়। নতুন প্রযুক্তি দিয়ে ঐতিহ্যবাহী শিল্পকে রূপান্তর ও উন্নয়ন করা যায়। শিল্পকে উচ্চ পর্যায়ে স্মার্ট ও সবুজ শিল্পে রূপান্তর করা যায়।

চিয়াংসু প্রতিনিধি দলের সদস্যের বক্তব্য শোনার পর প্রেসিডেন্ট সি সরকারি কার্যবিবরণীর বিষয় এবং অর্থনীতি ও সমাজ উন্নয়নে চিয়াং সু প্রদেশের অবদানের স্বীকৃতি দেন এবং সবাইকে আরও আস্থাবান হয়ে কাজ করতে উত্সাহ দেন। তিনি জোর দিয়ে বলেন যে নতুন মান উত্পাদন শক্তি উন্নয়নের জন্য চিয়াং সু প্রদেশের সুবিধা ও দক্ষতা আছে। চিয়াং সুকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পের নবায়নকে গভীরভাবে যুক্ত করে ঐতিহ্যবাহী শিল্পের উন্নত অবস্থান সুসংবদ্ধ করার পাশাপাশি বিশ্বে প্রতিদ্বন্দ্বিতামূলক কৌশলগত উদীয়মান শিল্প ক্লাস্টার তৈরি করা এবং প্রদেশকে নতুন মানের উত্পাদন শক্তির গুরুত্বপূর্ণ অগ্রবর্তী অবস্থান গড়ে তোলার নির্দেশনা দেন প্রেসিডেন্ট সি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn