বাংলা

চীনের দুই অধিবেশনের ‘মুল শব্দ’

CMGPublished: 2024-03-13 13:38:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ প্রসঙ্গে স্যু ইউন ফেই বলেন, নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়ন নতুন যুগের প্রবাহ হতে পারে এবং এতে অংশগ্রহণ করা হল ঐতিহ্যিবাহী শিল্পে উচ্চমানের উন্নয়ন বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি।

প্রেসিডেন্ট সির কথা শুনে স্যু ইউন ফেই বলেন, সিমেন্ট হল উত্পাদন ও নির্মাণের জন্য অপরিহার্য ও গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। সিমেন্টও সাধারণ সম্পদ এবং জ্বালানি খরচকারী একটি শিল্প। তাই এ শিল্পের সবুজায়ন ও আধুনিকায়ন বাস্তাবয়নের পদ্ধতি নিয়ে তারা সবসময় চিন্তাভাবনা করছেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে, চিন ফেং সিমেন্ট কোম্পানির ৪০ কিলোমিটার উপাদান পরিবহন সবুজ করিডোর চালু হয়। ৫০০টি ভারি ট্রাকের বদলে এখন এ করিডোরে উপাদান পরিবহন করা হয়। তার মানে সড়কে ৩৩ লাখ বার ট্রাক চলাচল কমেছে।

সবুজ করিডোরের উপর ফটোভোলটাইক প্যানেল। তা পরিবহনের বিদ্যুতের চাহিদা পূরণ করার পাশাপাশি কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

বৈদ্যুতিক রোবট বুদ্ধিমত্তার সাথে কাঁচামাল পরিবহনের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কেন্দ্র, যা রিয়েল-টাইম ডেটা প্রতিক্রিয়া, স্ক্রিন পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে পরিদর্শন করতে পারে।

বর্তমানে চীনের সিমেন্ট শিল্পে অতিরিক্ত ক্ষমতা বৃদ্ধি, কম শিল্প ঘনত্ব, কর্পোরেট দক্ষতা হ্রাস, এবং দুর্বল প্রযুক্তিগত উদ্ভাবনসহ নানা সমস্যার মুখে রয়েছে। স্যু ইউন ফেইর মতে সিমেন্ট শিল্পের সবুজ ও নিম্ন কার্বন এবং নিরাপদ উচ্চমানের উত্পাদন বাস্তবায়ন এবং দুর্বল উৎপাদন ক্ষমতা দূরীকরণ হবে শিল্প সংস্কারের চাবিকাঠি।

২০১৬ সালে চিয়াং সু প্রদেশে চালু হয় পরিবেশ সংরক্ষণের নতুন নিয়ম এবং সারা দেশে তিনটি বেসরকারি সিমেন্ট কারখানা ছাড়া সব বন্ধ করে দেয়া হয়। এ তিনটি কোম্পানির উপর দূষণকারী নির্গমনের রিয়েল-টাইম পর্যবেক্ষণ চালু হয়। এমন প্রেক্ষাপটে চিন ফেং সিমেন্ট কোম্পানিও সবুজ ও নিম্ন কার্বন ক্ষেত্র উন্নয়নে বিনিয়োগ বাড়ায়।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn