বাংলা

গ্রামীণ পুনরুজ্জীবনে শহুরে তরুণদের ভূমিকা

CMGPublished: 2024-03-01 16:30:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বসন্ত উত্সব চলাকালে অনেক গ্রাম একের পর এক অতিথি দলকে স্বাগত জানিয়েছে। অতিথিরা ফলমূল তোলা ও কৃষি সংস্কৃতি উপভোগ করার পাশাপাশি ক্লান্ত লাগলে গ্রামীণ কফি দোকানে একটু বিশ্রাম নিতে পারেন। তাদেরকে যারা সেবা করেছেন, আগে তাদের অধিকাংশই ছিলেন স্থানীয় বাসিন্দা। তবে এখন অনেকে শহর থেকে আসেন। চীনের গ্রামীণ পুনরুজ্জীনের প্রস্তাব বেগবানের ফলে গ্রাম অধিকতর শহুরের মানুষকে আকর্ষণ করছে। কিছু কিছু গ্রামীণ প্রতিষ্ঠান এমন কি বিষ্ময়কর কর্মসংস্থানের সুযোগ করে দেয়, যেমন ফল বাগানের নতুন ধরণের কৃষক, গ্রামীণ জীবন সংক্রান্ত ভিডিও’র প্রযোজক এবং হোম স্টে হোটেলের পরিচালক ইত্যাদি।

চীনের রাজধানী বেইজিংয়ের পিং কু অঞ্চলের একটি গ্রামীণ কফি দোকানে, বসন্ত উত্সব চলাকালে ভালো ব্যবসা হয়েছে।

লিন লি তার কফি দোকানের জন্য বরাবরই কর্মী নিয়োগ করছেন। বিশেষ করে যারা সপ্তাহান্ত ও ছুটির দিনে এখানে খণ্ডকালীন কাজে আসতে পারেন, তাদের নিয়োগ করতে চান লিন লি।

সংগীতজ্ঞ স্যু তৌ ও তার বন্ধুরা বেইজিংয়ের পিং কু অঞ্চলের চাং সিন চুয়াং গ্রামে একটি সংগীত সংস্থা চালান। তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশনার আয়োজন করেন। কাজের ফাঁকে তারা ঘুরে বেড়ান এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এ সব অনেকের গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। স্যু তৌ আড্ডা দেওয়ার সময় লিন লি’র কফি দোকানে কর্মীর চাহিদার কথা জানতে পারেন। পিং কু অঞ্চলে অবস্থিত শুয়াং ইং ফল বাগানেও কর্মীর অভাব রয়েছে। স্যু তৌ’র সংগীত ব্যবসা হয়েছে, যার কারণে নতুন মিডিয়ার কর্মীদের প্রয়োজন হয়। তাই নতুন কর্মী নিয়োগ করা এ গ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের অভিন্ন চাহিদা। তাই হোম স্টে হোটেল, ফল বাগান ও কফি দোকানসহ বেশ কয়েকটি গ্রামীণ প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে শহুরে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছেন স্যু তৌ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn