বাংলা

গ্রামীণ পুনরুজ্জীবনে শহুরে তরুণদের ভূমিকা

CMGPublished: 2024-03-01 16:30:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বসন্ত উত্সব চলাকালে অনেক গ্রাম একের পর এক অতিথি দলকে স্বাগত জানিয়েছে। অতিথিরা ফলমূল তোলা ও কৃষি সংস্কৃতি উপভোগ করার পাশাপাশি ক্লান্ত লাগলে গ্রামীণ কফি দোকানে একটু বিশ্রাম নিতে পারেন। তাদেরকে যারা সেবা করেছেন, আগে তাদের অধিকাংশই ছিলেন স্থানীয় বাসিন্দা। তবে এখন অনেকে শহর থেকে আসেন। চীনের গ্রামীণ পুনরুজ্জীনের প্রস্তাব বেগবানের ফলে গ্রাম অধিকতর শহুরের মানুষকে আকর্ষণ করছে। কিছু কিছু গ্রামীণ প্রতিষ্ঠান এমন কি বিষ্ময়কর কর্মসংস্থানের সুযোগ করে দেয়, যেমন ফল বাগানের নতুন ধরণের কৃষক, গ্রামীণ জীবন সংক্রান্ত ভিডিও’র প্রযোজক এবং হোম স্টে হোটেলের পরিচালক ইত্যাদি।

চীনের রাজধানী বেইজিংয়ের পিং কু অঞ্চলের একটি গ্রামীণ কফি দোকানে, বসন্ত উত্সব চলাকালে ভালো ব্যবসা হয়েছে।

লিন লি তার কফি দোকানের জন্য বরাবরই কর্মী নিয়োগ করছেন। বিশেষ করে যারা সপ্তাহান্ত ও ছুটির দিনে এখানে খণ্ডকালীন কাজে আসতে পারেন, তাদের নিয়োগ করতে চান লিন লি।

সংগীতজ্ঞ স্যু তৌ ও তার বন্ধুরা বেইজিংয়ের পিং কু অঞ্চলের চাং সিন চুয়াং গ্রামে একটি সংগীত সংস্থা চালান। তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশনার আয়োজন করেন। কাজের ফাঁকে তারা ঘুরে বেড়ান এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এ সব অনেকের গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। স্যু তৌ আড্ডা দেওয়ার সময় লিন লি’র কফি দোকানে কর্মীর চাহিদার কথা জানতে পারেন। পিং কু অঞ্চলে অবস্থিত শুয়াং ইং ফল বাগানেও কর্মীর অভাব রয়েছে। স্যু তৌ’র সংগীত ব্যবসা হয়েছে, যার কারণে নতুন মিডিয়ার কর্মীদের প্রয়োজন হয়। তাই নতুন কর্মী নিয়োগ করা এ গ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের অভিন্ন চাহিদা। তাই হোম স্টে হোটেল, ফল বাগান ও কফি দোকানসহ বেশ কয়েকটি গ্রামীণ প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে শহুরে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছেন স্যু তৌ।

স্যু তৌ ও তার বন্ধুরা একই সঙ্গে ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দিয়েছেন। কয়েক দিনের মধ্যে শতাধিক মানুষ আবেদন করেন। তাদের মধ্যে রয়েছেন সদ্যসমাপ্ত স্নাতক। এমন কি যারা এক সময় শহরে কাজ করেছেন, তারাও শহর থেকে গ্রামে কাজ করতে চান।

ইয়াং ল্য এ সুযোগ পেয়ে একটি গ্রামীণ ই-কমার্স প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি সমবায়ের একজন সংক্ষিপ্ত ভিডিও অপারেশন ব্লগারে পরিণত হয়েছেন।

বসন্ত উত্সব চলাকালে ফল বাগানে ফল তুলতে অনেক পর্যটক আসেন। অনেকে ইয়াং ল্য’র লাইভস্ট্রিমের মাধ্যমে এখানে আসতে পেরেছেন।

এ পর্যন্ত দশ জনেও বেশি আবেদনকারী পিং কু গ্রামে কাজ শুরু করেছেন। আরও বেশ কয়েকজন আবেদনকারী গ্রামের প্রতিষ্ঠানের সঙ্গে চাকরির জন্য আলাপ-আলোচনা করছেন।

আরেক ধরণের বিকল্প খোঁজা অনেক তরুণ গ্রামে চাকরি করার মূল কারণ। গ্রামীণ পুনরুদ্ধার জোরদারের ফলে শহরে বাস করা একমাত্র চাওয়া নয়। গ্রাম তরুণদের জন্য চাকরির সুযোগ দিয়েছে।

বসন্ত উত্সব চলাকালে কুয়াং সি অঞ্চলের লুং শেং উপজেলার লুং চি গ্রামে পর্যটকদের ভিড় দেখা যায়। প্রতিদিন হাজারের বেশি মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। লিয়াও জি থেং ও তার বন্ধু তাদের সামলাতে খুব ব্যস্ত রয়েছেন।

আসলে শুধু বসন্ত উত্সব নয়, লুং চি গ্রামীণ পর্যটন স্পট হওয়ার পরেই লিয়াও জি থেং খুব ব্যস্ত রয়েছেন। বসন্ত উত্সবের প্রাক্কালে শেন জেন, হংকং ও ম্যাকাও থেকে এ গ্রামে পরিদর্শন করতে আসা বেশ কয়েকজন তরুণকে স্বাগত জানিয়েছে লিয়াও জি থেং। গ্রামীণ পেশাদার ম্যানেজার হিসেবে তিনি সে দলীয় অতিথিদের কাছে গ্রামের পর্যটন সম্পদ ও স্যুভেনির পরিচয় করিয়ে দেন।

গ্রামীণ পেশাদার ম্যানেজার গ্রামীণ উন্নয়নে পরিচালনা ও ব্যবস্থাপনা করেন। গ্রামীণ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বৈশিষ্ট্যময় প্রকল্প চালু করা এবং বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প উন্নয়নের মাধ্যমে গ্রামের সমৃদ্ধি লাভের জন্য কাজ করে যান তাঁরা।

শহরের ব্যস্ততা এবং ছুটাছুটি থেকে গ্রামে নীরব পরিবেশে আসা তরুণরা গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য নতুন চালিকাশক্তি হয়েছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn