গ্রামীণ পুনরুজ্জীবনে শহুরে তরুণদের ভূমিকা
স্যু তৌ ও তার বন্ধুরা একই সঙ্গে ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দিয়েছেন। কয়েক দিনের মধ্যে শতাধিক মানুষ আবেদন করেন। তাদের মধ্যে রয়েছেন সদ্যসমাপ্ত স্নাতক। এমন কি যারা এক সময় শহরে কাজ করেছেন, তারাও শহর থেকে গ্রামে কাজ করতে চান।
ইয়াং ল্য এ সুযোগ পেয়ে একটি গ্রামীণ ই-কমার্স প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি সমবায়ের একজন সংক্ষিপ্ত ভিডিও অপারেশন ব্লগারে পরিণত হয়েছেন।
বসন্ত উত্সব চলাকালে ফল বাগানে ফল তুলতে অনেক পর্যটক আসেন। অনেকে ইয়াং ল্য’র লাইভস্ট্রিমের মাধ্যমে এখানে আসতে পেরেছেন।
এ পর্যন্ত দশ জনেও বেশি আবেদনকারী পিং কু গ্রামে কাজ শুরু করেছেন। আরও বেশ কয়েকজন আবেদনকারী গ্রামের প্রতিষ্ঠানের সঙ্গে চাকরির জন্য আলাপ-আলোচনা করছেন।
আরেক ধরণের বিকল্প খোঁজা অনেক তরুণ গ্রামে চাকরি করার মূল কারণ। গ্রামীণ পুনরুদ্ধার জোরদারের ফলে শহরে বাস করা একমাত্র চাওয়া নয়। গ্রাম তরুণদের জন্য চাকরির সুযোগ দিয়েছে।
বসন্ত উত্সব চলাকালে কুয়াং সি অঞ্চলের লুং শেং উপজেলার লুং চি গ্রামে পর্যটকদের ভিড় দেখা যায়। প্রতিদিন হাজারের বেশি মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। লিয়াও জি থেং ও তার বন্ধু তাদের সামলাতে খুব ব্যস্ত রয়েছেন।
আসলে শুধু বসন্ত উত্সব নয়, লুং চি গ্রামীণ পর্যটন স্পট হওয়ার পরেই লিয়াও জি থেং খুব ব্যস্ত রয়েছেন। বসন্ত উত্সবের প্রাক্কালে শেন জেন, হংকং ও ম্যাকাও থেকে এ গ্রামে পরিদর্শন করতে আসা বেশ কয়েকজন তরুণকে স্বাগত জানিয়েছে লিয়াও জি থেং। গ্রামীণ পেশাদার ম্যানেজার হিসেবে তিনি সে দলীয় অতিথিদের কাছে গ্রামের পর্যটন সম্পদ ও স্যুভেনির পরিচয় করিয়ে দেন।
গ্রামীণ পেশাদার ম্যানেজার গ্রামীণ উন্নয়নে পরিচালনা ও ব্যবস্থাপনা করেন। গ্রামীণ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বৈশিষ্ট্যময় প্রকল্প চালু করা এবং বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প উন্নয়নের মাধ্যমে গ্রামের সমৃদ্ধি লাভের জন্য কাজ করে যান তাঁরা।
শহরের ব্যস্ততা এবং ছুটাছুটি থেকে গ্রামে নীরব পরিবেশে আসা তরুণরা গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য নতুন চালিকাশক্তি হয়েছেন।