পতিত পাহাড়ে আবার সবুজায়ন
দক্ষিণ চীনের কুয়াং তোং প্রদেশের শাও কুয়ান শহরের রু ইউয়ান ইয়াও জাতির স্বায়ত্তশাসিত জেলা ‘অর্ধেক পাহাড় ও পানি এবং অর্ধেক সুবজ বৃক্ষ’ হিসেবে পরিচিত। প্রতি শীতকালে ক্যামেলিয়া ফুল বাতাসে দোলে সেখানে। সেখানকার পাহাড়ে জন্মানো ক্যামেলিয়া ফুল থেকে উৎপাদিত বিপুল পরিমাণ তেল ই-কমার্সের কল্যাণে বাজারে এসেছে এবং ভোক্তাদের খাবার টেবিলে পৌঁছে গেছে।
চীনের একটি অনন্য তেলপ্রদায়ী উদ্ভিদ ক্যামেলিয়া ওলিফেরার ব্যাপক উন্নয়ন এবং ব্যবহারের বিশাল সম্ভাবনা রয়েছে। এটি কৃষকদের উপার্জন বৃদ্ধিতে, শস্য ও তেল-নিরাপত্তা বজায় রাখতে এবং পরিবেশগত উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রু ইউয়ান তা ছিয়াও উপজেলা কুয়াং তোং প্রদেশের উত্তরে একটি চুনাপাথরের পাহাড়ি এলাকায় অবস্থিত, যেখানে অনেক পাথর আর সামান্য গাছপালা রয়েছে। এ কারণে সেখানে পাথুরে মরুকরণ নিয়ন্ত্রণ করা কঠিন। ক্যামেলিয়া অলিফেরা গাছ খরা ও শীতসহনীয়। তাই তা ছিয়াও উপজেলা কর্তৃপক্ষ পাথুরে মরুকরণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসাবে ক্যামেলিয়া ওলিফেরা চাষ বাড়ানোর চেষ্টা করছে। তারা ক্যামেলিয়া ওলিফেরা চাষ প্রসারের জন্য গ্রামবাসীদের নিয়ে ২টি সমবায়ের প্রতিষ্ঠা করেছে।
বর্তমানে শহরের ক্যামেলিয়া ওলিফেরা চাষের আওতাধীন জমির পরিমাণ ২ হাজার হেক্টরে পৌঁছেছে এবং ফল হচ্ছে এমন চাষ-এলাকার আয়তন ১ হাজার ৬৬ হেক্টর ছাড়িয়ে গেছে। আশা করা হচ্ছে, পাঁচ বছরের মধ্যে ক্যামেলিয়া ওলিফেরা চাষের আওতাধীন জমির পরিমাণ ৩ হাজার ৩৩৩ হেক্টরে ছাড়িয়ে যাবে।
পাও হুয়া কৃষি প্রযুক্তি কোম্পানি একটি ক্যামেলিয়া ওলিফেরাকেন্দ্রিক শিল্পপ্রতিষ্ঠান। এ কোম্পানি ক্যামেলিয়া চাষ, প্রক্রিয়াকরণ, গবেষণা ও উন্নয়ন এবং বিক্রিকে একীভূত করে একটি ক্যামেলিয়া ওলিফেরা শিল্প চেইন গড়ে তুলেছে।