প্রযুক্তির সহায়তায় ফুল চাষে সমৃদ্ধির পথে শাং তোং গ্রামবাসীরা
নতুন বছরের শুরুতে তীব্র শীত ছড়িয়ে পড়েছে চারিদিকে। কৃষিক্ষেত তুষারে ঢেকে গেছে। চীনের শান তোং প্রদেশের লিয়াও ছেং শহরের কাও থাং জেলার হুই সিন সড়কে অবস্থিত একটি গোলাপ চাষের গ্রিনহাউসে মালিক চি লুয়ান কয়েক দিন ধরে উত্তেজনাকর অবস্থা পার করছেন। জেলা পর্যায়ের কৃষি ও গ্রাম ব্যুরোর ঊধ্বর্তন প্রযুক্তিবিদ এবং কৃষি প্রযুক্তিবিষয়ক হটলাইন কার্যালয়ের পরিচালক তু লি চিকে তিনি বলেন, “ভাগ্য ভালো যে, ফুল গুরুতর রোগে আক্রান্ত হয়নি। না হলে চীনের বসন্ত উত্সবের সময়কালে বিক্রি করা যেতো না।”
ষাট বছর বয়সী তু লি চি ৩০ বছর ধরে কৃষিপ্রযুক্তি নিয়ে কাজ করে আসছেন। এ সময় তিনি জেলার ৬০০টিও বেশি গ্রাম পরিদর্শন করেছেন এবং ৪০ লাখেরও বেশি শব্দের ৭০টিও বেশি বই লিখেছেন। কৃষকরা তাঁকে ‘কৃষিজ্ঞানী’ হিসেবে গণ্য করেন। এবার চি লুয়ানের পাঠানো ছবির মাধ্যমে গোলাপ ফুল কী রোগে আক্রান্ত হয়েছে তা চিহ্নিত করেছেন এবং প্রেসক্রিপশন দিয়েছেন। তা সত্ত্বেও চাষীরা উদ্বিগ্ন। তাই তিনি তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসেছেন।
বাইরে অনেক শীত হলেও গ্রিনহাউসের ভিতরে বসন্তের মতো উষ্ণ। চি লুয়ানের কাঁধ চাপড়ে তু লি চি বলেন, “ধোয়া দিয়ে গ্রিনহাউসে ফিউমিগেশন করবেন। দুপুরবেলায় গ্রিনহাউস একটু খুলে দিবেন, যাতে বাইরের ও ভিতরের তাপমাত্রার ব্যবধান কমে। বড় কোনও সমস্যা নেই। আমরা প্রধানত আপনাকে দেখতে আসি।”
কৃষি প্রযুক্তি পরিষেবা উন্নয়নের জন্য ২০১৮ সালে কাও থাং জেলার প্রধান বিশেষজ্ঞ হিসেবে তু লি চিকে নিযুক্ত করা হয় এবং কৃষিমহল থেকে ৭০জন প্রযুক্তিবিদকে বেছে নিয়ে ‘তু লি চি কার্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। জনগণের অভিমত সংগ্রহের পাশাপাশি বিনাপয়সায় কৃষি, মত্স্য, বন ও পশুপালনের ক্ষেত্রে তাদের সমস্যা সমাধান করে কার্যালয়টি।