বাংলা

বেইজিং-থিয়ান চিন-হ্য পেইয়ের সমন্বিত উন্নয়নের গল্প

CMGPublished: 2024-01-31 09:38:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তুং চিয়াং সমন্বিত বন্ডেড জোনের বাণিজ্য বিভাগের উপ-প্রধান চাও ই বলেন, বাজারের সুযোগ ও ভোক্তার চাহিদা জানতে তুং চিয়াং ২০২৩ সাল থেকে কোল্ড চেইন আমদানি বাণিজ্যের ওপর বেশ গুরুত্ব দিয়ে আসছে, চেরিসহ উচ্চ মানের ফল ও স্পান হ্যামসহ উচ্চ মানের মাংস চীনা বাজারে বয়ে আনছে এবং শহরের রেফ্রিজারেটরে আরও বৈশিষ্ট্যময় পণ্য রাখার চেষ্টা করছে।

নানা বিভাগের মধ্যে সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। সতের জানুয়ারি থিয়ান চিন বন্দর লজিস্টিক কোম্পানি ও চিলির ফল রপ্তানি সমিতি, থিয়ান তুং চিয়াং সমন্বিত বন্ডেড জোরের বাণিজ্য উন্নয়ন ব্যুরো এবং বেইজিং সিফাতি পাইকারী বাজারের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। ভবিষ্যতে তারা আরও কার্যকর ও সুবিধাজনক ফল সরবরাহ চেইন তৈরি করবে।

নতুন সহযোগিতায় বন্দর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেইজিং-থিয়ান চিন-হ্যপেই এলাকার সমুদ্রের প্রবেশদ্বার হিসেবে থিয়ান চিন বন্দর চেরি এক্সপ্রেস দিয়ে আরও বেশি বৈশিষ্ট্যময় বিদেশি ফল চীনা বাজারে বয়ে আনবে। বন্দর যোগ লজিস্টিক সুবিধা আরও বেশি ফল সবররাহ ব্যবসায়ীকে থিয়ান চিনে আকর্ষণ করবে এবং থিয়ান চিন বন্দর পণ্য পরিবহন চ্যানেল থেকে অর্থনৈতিক করিডোরে পরিণত হবে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn