বেইজিং-থিয়ান চিন-হ্য পেইয়ের সমন্বিত উন্নয়নের গল্প
হ্য পেই প্রদেশের একটি বাজারে ১৭ জানুয়ারি সকাল ৭টা। দিনটি মাত্র শুরু হয়েছে। ফলের ডিলাররা ট্রাক থেকে চেরিগুলো খালাস করা শেষ করেছেন। একটি কৃষি পণ্য ক্রয় ও বিক্রয় কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক সং ইয়াও বলেন, খুব সকালেই আমাদের ৭০ শতাংশ চেরি বুকিং হয়ে গেছে। এখন চিলি চেরির ফলনের সময় এবং চীনের বসন্ত উত্সবের প্রাক্কালে চীনা বাজারে চাহিদাও বাড়ছে।
ফল বিক্রির চেইন স্টোর পাই কুও ইউয়ানের থিয়ান চিন বিভাগের মহাব্যবস্থাপক মেং ফান পেং বলেন, নৌপথে চীনে পরিবহন করা চেরি ফলের খরচ কম। দামের দিক থেকে বিমানে বহন করা চেরির তুলনায় এগুলোর সুবিধা রয়েছে। চীনা বাজারে এসব চেরির দাম ৫০ শতাংশ কম হতে পারে।
লাল ও মিষ্টি চেরি ফল চীনে বেশ জনপ্রিয়। বিদেশের চেরি যে চীনে বিক্রি হয় সেটা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে চীনের অর্থ-বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠতর হবার একটি প্রমাণ। ২০১৭ সালে চীন ও চিলি হালনাগাদ অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে এবং চীনে আমদানিকৃত ৯৮ শতাংশ চিলির পণ্য শূন্য শুল্ক সুবিধা উপভোগ করে। চিলির চেরি সমিতির ২০২৩ সালের পরিসংখ্যানে দেখা যায়, গেল ৭ বছরে চীনে চিলি চেরি রপ্তানি বার্ষিক হারে গড়ে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শ বছর আগে বেইজিং-থিয়ান চিন-হ্য পেই সমন্বিত উন্নয়ন নীতি কার্যকর হওয়া এবং এবার চেরি এক্সপ্রেস চালু হওয়া এই তিনটি জায়গার মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের চমৎকার উদাহরণ। বন্দর, লজিস্টিক ও বাজারের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে চেরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।
জাতীয় পর্যায়ের কোল্ড চেইন লজিস্টিক বেইস হিসেবে থিয়ান চিন তুং চিয়াং সমন্বিত বন্ডেড জোন বন্দর, অবাধ এলাকা ও বন্ডেড জোনের সুবিধাকে কাজে লাগিয়ে বেইজিং-থিয়ান চিন-হ্যপেইর জন্য শহরের রেফ্রিজারেটর হিসেবে কাজ করে। সুস্বাদু আমদানিকৃত খাবারগুলো এ তিনটি জায়গার মানুষের টেবিলে পৌঁছে দিতে কাজ করে।