বাংলা

বেইজিং-থিয়ান চিন-হ্য পেইয়ের সমন্বিত উন্নয়নের গল্প

CMGPublished: 2024-01-31 09:38:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বৃহত্তম ঐতিহ্যবাহী উত্সব, বসন্ত উত্সবের প্রাক্কালে প্রথম চেরি এক্সপ্রেস জাহাজটি চীনে এসেছে। তারপর আরও দুটিও এসেছে। মোট ৮ হাজার ৩শ টন চেরি ও অন্য দক্ষিণ আমেরিকান পণ্য চীনের বাজারে প্রবেশ করেছে।

চাং লেই বলেন, চিলি-থিয়ান চিন চেরি এক্সপ্রেস চালু হবার পর উত্তর চীনে আমাদনিকৃত ফলের আরও নিরাপদ, সুবিধাজনক ও কার্যকর লজিস্টিক চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর চীনে আরও তাজা আমদানিকৃত ফল পাওয়া যাবে স্থায়ীভাবে।

ষোল জানুয়ারি রাত ৯টার দিকে, বাখ জাহাজটি থিয়ান চিন বন্দরে ভেড়ে। বন্দর, শুল্ক, লজিস্টিক কোম্পানিসহ সবাই প্রস্তুত এবং একটু পরে ধারাবাহিক কাজ শুরু হবে।

তুং চিয়াং মেরিটাইম ব্যুরো চিলি থেকে থিয়ান চিন পর্যন্ত বাখ জাহাজের পুরো যাত্রার ওপর নজর রাখে। চীনের পো হাই সাগরে প্রবেশ করার পর ইলেকট্রনিক ক্রুজের মাধ্যমে বাখ জাহাজটিকে পর্যবেক্ষণ করে এবং দূরবর্তী প্রি-ট্রায়াল পদ্ধতির মাধ্যমে প্রাসঙ্গিক আমদানি ও রপ্তানি বিষয়ক অনুমোদনের সবুজ চ্যানেল খোলে। বন্দরে ভেড়ার করার প্রক্রিয়ায় ২ ঘন্টার মতো সময় লাগে। জাহাজ বন্দরে ভেড়ার পর তিনটি উত্পাদন লাইন একসাথে কাজ শুরু করে। এদিন থিয়ান চিন বন্দর লজিস্টিকের গতি দ্রুত করে। বিশ মিনিটের মধ্যেই প্রতিটি কন্টেইনার চেরি খালাস করা হয় এবং ৩০ মিনিটের মধ্যে প্রতিটি কন্টেইনার পরীক্ষা সম্পন্ন করা হয়। বন্দরে ১৫০টি ট্রাক আগে থেকেই অপেক্ষায় থাকে। পরে তারা তাজা চেরি নিয়ে নানা বাজারে যাবে।

অল্প সময়ে একেকটি ট্রাক থিয়ান চিন বন্দর থেকে বিদায় নিয়ে বেইজিং ও হ্যপেইয়ের পাইকারী ফল বাজারে যাবে। থিয়ান চিন থেকে হ্য পেই প্রদেশের কাও পেই তিয়ান জেলার দূরত্ব ২০০ কিলোমিটার। চার ঘন্টার মধ্যে চেরি সেখানে পৌঁছে দিতে হবে। এটা দক্ষিণ চীন থেকে পরিবহনের তুলনায় বেশি সময়-সাশ্রয়ী। এ চেরিগুলো ৫ ঘন্টার মধ্যে বেইজিং, থিয়ান চিন ও হ্য পেই প্রদেশের মূল ফল বাজারে পৌঁছাবে এবং উত্তর-পূর্ব চীন ও অন্তমঙ্গোলিয়া মানুষও আর এক দিনের মধ্যে সতেজ চেরি খেতে পারবেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn