বাংলা

‘বেল্ট অ্যান্ড রোড’ বৈশ্বিক মানবাধিকারে চীনা বুদ্ধি ও শক্তি যোগাচ্ছে

CMGPublished: 2023-12-13 18:27:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় চীনের সহায়তায় আফ্রিকান ইউনিয়নের আফ্রিকান রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের সদরদপ্তরের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়। এটি আফ্রিকায় প্রথম আধুনিক অফিস ও পরীক্ষাগার এবং সম্পূর্ণ সরঞ্জামসমৃদ্ধ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র। স্থানীয় বাসিন্দা ওয়াকজিরা তোতোফা বলেন, কেন্দ্র নির্মাণ শেষ হবার খবর শুনে সবাই খুশি ও উত্তেজিত। আমাদের চিকিত্সা সেবার মান উন্নত হবে। আমার পরিবারের সদস্য ম্যালেরিয়ায় মারা গেছেন তাই আমি ছোটবেলা থেকে রোগ ভয় পাই।

দশ বছরে, অবকাঠামোর উন্নয়ন থেকে জীবিকা উন্নয়নের প্রকল্প পর্যন্ত কর্মসংস্থান সৃষ্টি থেকে প্রশিক্ষণ প্রদান ও চিকিত্সা সহায়তা দেয়া পর্যন্ত, ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রস্তাব এক একটি প্রকল্প ও ফলাফলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগেোর মানুষের জীবন ও জীবিকার মান উন্নীত করে।

সেনেগালের চীনা বিষয়ক বিশেষজ্ঞ আমাদৌ ডিওপ মনে করেন, আফ্রিকা এমনকি বিশ্বের অনেক জায়গার জীবিকার মান, স্বাস্থ্যের মান ও সংস্কৃতি ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রস্তাবের কারণে উন্নত হয়েছে। এটিও ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণের মাধ্যমে মানবাধিকার উন্নয়নের অনুশীলন।

অন্যদিকে উন্নয়নের অধিকার হলো মানবাধিকারের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় একটি বিষয়। বিশ্বব্যাপী অনেক দেশ উন্নয়নের মাধ্যমে সংঘাত নির্মূল করতে চায়। উন্নয়নের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা যায় এবং উন্নয়নের মাধ্যমে মানুষের সুন্দর জীবনের চাহিদা পূরণ করা যায়।

থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়, উত্পাদন ও জীবনযাপনের অবকাঠামো নির্মাণের মাধ্যমে ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণ সংশ্লিষ্ট দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়ন এগিয়ে নিয়ে যায়, স্থানীয় মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এবং ব্যাপকভাবে সহযোগিতা যোগায়, যাতে মানুষের জীবিকার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশসহ নানা ক্ষেত্রের অধিকার নিশ্চিত করে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn