পশ্চিম মুখে আমার যাত্রা-পর্ব ২
দুদিনের কাজ শেষ করে আমরা তৃতীয় জেলার উদ্দেশ্যে রওনা হই। এবার আমাদের গন্তব্য পুলান জেলা। দূরত্ব ৩৩০ কিলোমিটার। সেখানে যেতে এক দিন সময় লাগে। চালক আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, পুলেন জেলার উচ্চতা একটু কম। তাই আমাদের অসুস্থতাও কম হবে। এনগারি অঞ্চলে আসার পর আমরা প্রায় প্রতিদিন সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় ঘুমিয়েছি। যদিও প্রথম কয়েক দিনের তুলনায় আমার অবস্থা এখন ভাল, তবে আমি বলতে পারছি না যে আমি এখানকার পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছি। যাহোক আমরা আরও সামনে এগিয়ে যাই। পুলান সারা এনগারি অঞ্চলের মধ্যে সবচেয়ে বিখ্যাত জেলা। কারণ পবিত্র পাহাড় ও পবিত্র হ্রদ সব এখানে আছে। এর আগে আমি শুধু চলচ্চিত্রে পবিত্র পাহাড় গ্যাং রেনপোচে দেখেছি। এবার তার কাছে যাবার সুযোগ পাই। আমি খুবই উত্তেজিত বোধ করি। তবে আমার জন্য দুঃসংবাদও আছে। গ্যাং রেনপোচের নীচে উচ্চতা হবে ৪ হাজার ৭০০ মিটারের মতো। তার মানে গাড়িচালক যেটি বলেছেন, তা আসলে ঠিক নয়। বরং আমাদের হোটেল ছাড়া, বাকি জায়গার উচ্চতা আগের তুলনায় বেশি হবে। তবে কোনও উপায় নেই। তিব্বতে আসার পর আমি একটি জিনিস শিখেছি - সমস্যা এলে সেটা সমাধান করতে হবে; তা নিয়ে দুশ্চিন্তা নয়। সময়সূচি অনুযায়ী আমরা খ্য চিয়া নামে একটি মন্দিরে পুলান পোশাক নিয়ে একটি ভিডিও শুটিং করবো। আর দ্বিতীয় দিন ইয়াক পরিবহন দলের শুটিং করবো। তবে পুলান আসার পর জানতে পারি প্রথমেই ইয়াক পরিবহন দলের শুটিং করতে হবে। না হলে তারা পাহাড়ে চলে যাবে। তাই আমরা পরিকল্পনা পরিবর্তন করে শুরুতে ইয়াক পরিবহন দলের শুটিং করি। তার মানে পরিকল্পনার চেয়ে আগে গ্যাং রেনপোচে দেখতে পাবো।
প্রিয় বন্ধুরা, তিব্বতে আমাদের যাত্রা চলতে থাকে। পরবর্তী অনুষ্ঠানে সে সম্পর্কে জানাবো আপনাদেরকে। যেমন আমি পুলান পোশাক পরেছিলাম। এটি নানা মূলবান পাথর দিয়ে সাজানো হয়। আপনি কি অনুমান করতে পারেন এমন একটি পোশাকের দাম কত? হ্যা ৫-১০ লাখ ইউয়ান অর্থাত ৭০ লাখ থেকে দেড় কোটি টাকার মতো। আর ইয়াক পরিবহন দল কী? তারা মূলত কী কাজ করে? পরবর্তী অনুষ্ঠানে সে সম্পর্কে জানতে পারবেন আপনাারা। আমার সঙ্গে থাকবেন আশা করি।