বাংলা

জরা সমস্যা মোকাবিলায় চীনের নানা ব্যবস্থা

CMGPublished: 2023-08-21 10:33:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জনসংখ্যা একটি দেশের উন্নয়ন এবং একটি জাতির ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)’র কেন্দ্রীয় কমিটির আর্থিক কমিশনের এক সম্মেলনে জোর দিয়ে বলেছেন, চীনা জাতির মহান পুরুদ্ধারের সঙ্গে সম্পর্ক রয়েছে জনসংখ্যার উন্নয়নের। মানবসম্পদের মানোন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নকে সমর্থন দেওয়া হবে। বর্তমানে চীনের জনমিতিতে এসেছে নানা বৈশিষ্ট্য। যেমন দেশটিতে কম বয়স্কদের সংখ্যা কমে যাচ্ছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং জনসংখ্যার ঘনত্ব অঞ্চল ভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে। এই নতুন পরিস্থিতি মোকাবিলায় নানা নতুন ব্যবস্থা গ্রহণ করছে স্থানীয় সরকার।

ওয়ে হাই চীনের শান তুং প্রদেশের একটি উপকূলীয় শহর। এখানে মানুষের গড় আয়ু ৮১ দশমিক ৫৬ বছর। এটা শান তুং প্রদেশ তথা গোটা চীনে মধ্যে সর্বোচ্চ গড় আয়ু। সাতাশি বছর বয়সী ওয়াং চু মিন অবসর জীবন কাটাতে ওয়ে হাই শহরে এসেছেন। তিনি জানান, এখানে সব নার্সিং হোমে হাসপাতাল আছে এবং সেগুলো জাতীয় চিকিত্সা বিমা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এখানে প্রতিদিন ডাক্তার তাদেরকে দেখতে আসেন; হোমে অবস্থানকারীরা ভাল জীবনযাপনের নিশ্চয়তা পান।

সরকার ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ওয়ে হাই শহরে নির্মিত হয়েছে ১৬২টি নার্সিং হোম এবং এর মধ্যে ৮৪ শতাংশই হচ্ছে উচ্চ পর্যায়ের নার্সিং হোম। প্রবীণদের মধ্যে যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে এখানে থাকার ব্যাপারে সাহায্য দেয় সরকার।

২০২২ সালের শেষ দিকে চীনে ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়ায় ২৮ কোটি এবং জনসংখ্যায় বার্ধক্যে তীব্রতর হতে থাকে। প্রবীণেরা যাতে অবসর জীবন উপভোগ করতে পারেন, সেজন্য নানা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় সরকার।

চীনের ছুংছিং শহরের চুং হ্য গ্রামে স্থানীয় সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে প্রকৃতি ও স্বাস্থ্যঘর, যেখানে স্বাচ্ছাসেবকরা বিনামূল্যে প্রবীণদেরকে ফিজিওথেরাপি সেবা দেয়। অন্যদিকে, সি ছুয়ান প্রদেশের ছেং তু শহরের হুই লং কমিউনিটিতে প্রতি সোমবার থেকে শুক্রবার ডাক্তার ও অন্যান্য চিকিৎসাকর্মীরা বসেন রোগপ্রতিরোধ ও মৌলিক স্বাস্থ্য পরীক্ষার জন্য। ছিয়াং সুয়ে লিয়ান তাদের মধ্যকার একজন নার্স এবং এ কমিউনিটির ২ হাজার প্রবীণের স্বাস্থ্য-অভিভাবক। ২০২১ সালে চীনের এইজিং বিজনেস ডেভেলপমেন্ট বুলেটিনে বলা হয়, ২০২১ সালের শেষ নাগাদ চীনে মোট ১১ কোটি ৯০ লাখ প্রবীণ ব্যক্তি স্বাস্থ্য ব্যবস্থাপনা সেবা গ্রহণ করেছেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn