বাংলা

রোববারের আলাপন- গণ-শরীরচর্চা দিবস

CMGPublished: 2023-08-20 06:36:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ ছাড়া, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজক শহর নির্বাচিত হওয়ার পর থেকে, ছেংতুতে পার্কের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। পার্কের আয়তন বেড়ে হয়েছে ১ হাজার চারশ’ হেক্টর। শহরে দৌড়ানোর পথের দৈর্ঘ্য ৬ হাজার কিলোমিটার ছাড়িয়েছে। যা ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের খবর।

বন্ধুরা, দীর্ঘমেয়াদে চীনের গণ-শরীরচর্চার স্থাপনা, স্টেডিয়াম ও মাঠ নির্মাণকাজ অব্যাহতভাবে উন্নত করা হয়েছে। সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২১ সালের শেষ পর্যন্ত, দেশব্যাপী মোট ৩৯ লাখ ৭১ হাজার ৪শ খেলাধুলার স্টেডিয়াম ও মাঠ রয়েছে।

বন্ধুরা, গণ-শরীরচর্চা জগগণের সঙ্গে জড়িত, চীনে জনগণকে কেন্দ্র করে তার উন্নয়নের কাজ অবশ্যই আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং জনগণের শরীরচর্চার চাহিদা পূরণে অবশ্যই আরো বেশি কাজ করা হবে।

তৌহিদ ভাই, চীনের গণ-শরীরচর্চার খাত সম্পর্কে আপনি কি মনে করেন?

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn